এবার ব্যাটিং বিপর্যয়ে ভারত

প্রকাশ | ২৫ ফেব্রুয়ারি ২০২১, ১৫:৫১

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

আহমেদাবাদে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় টেস্টের দ্বিতীয়দিনের শুরুতেই ইংলিশ স্পিনারদের ঘূর্ণিতে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে স্বাগতিকরা। আজ মাত্র ১৭ রান তুলতেই হারিয়েছে ৩টি উইকেট। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ দাঁড়িয়েছে ৬ উইকেটের ১২১ রান। এখন পর্যন্ত ৯ রানের লিড পেয়েছে ভারত।

৩ উইকেটে ৯৯ রান নিয়ে প্রথম দিনশেষে করেছিল ভারত। এদিনের দুই অপরাজিত ব্যাটসম্যান রোহিত শর্মা এবং আজিঙ্কা রাহানে দ্বিতীয়দিনের খেলায় আজ আবার ব্যাট করতে নামেন। ব্যাক্তিগত ৫ রানে আউট হন রাহানে। আর রোহিত সাজঘরে ফেরেন ৬৬ রান করে। পরের উইকেটে খেলতে নেমে মাত্র ১ রান করেই ফেরেন পান্ত।

এখন ব্যক্তিগত ৬ রানে অশ্বিন এবং কোনো রান না করে ওয়াশিংটন সুন্দর ক্রিজে অবস্থান করছেন।

এর আগে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ভারতীয় স্পিনার অক্ষর প্যাটেলের ঘূর্ণিতে মাত্র ১১২ রানেই গুটিয়ে যায় সফররত ইংল্যান্ড। ওপেনার জ্যাক ক্রাউলি দলের হয়ে সর্বোচ্চ ৫৩ রান করেন। কাউলি ছাড়া বিশের ঘর তো দূরের কথা দশের ঘর পার করেছেন মাত্র তিনজন ব্যাটসম্যান।  

ভারতের হয়ে প্যাটেল ৬টি, রবিচন্দ্রন অশ্বিন ৩টি এবং ইশান্ত শর্মা ১টি উইকেট পেয়েছেন।

(ঢাকাটাইমস/২৫ফেব্রুয়ারি/এমএম)