আট রানে পাঁচ উইকেট রুটের, ১৪৫ রানে অলআউট ভারত

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি ২০২১, ১৬:৫৬

ভারতের বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে ৮ রান দিয়ে ৫টি উইকেট শিকার করলেন ইংল্যান্ড দলের অধিনায়ক জো রুট। ভারত অলআউট হলো ১৪৫ রানে। এর আগে গতকাল (বুধবার) ইংল্যান্ড অলআউট হয়েছিল ১১২ রানে। যার ফলে প্রথম ইনিংস শেষে ৩৩ রানের লিডে আছে স্বাগতিক ভারত।

মোতেরায় দিবারাত্রির এই টেস্টে ৩ উইকেটে ৯৯ রান নিয়ে প্রথম দিন শেষে করেছিল ভারত। বৃহস্পতিবার দুই অপরাজিত ব্যাটসম্যান রোহিত শর্মা এবং আজিঙ্কা রাহানে দ্বিতীয় দিনের খেলায় আবার ব্যাট করতে নামেন।

ব্যাক্তিগত ৫ রানে আউট হন রাহানে। আর রোহিত সাজঘরে ফেরেন ৬৬ রান করে। ছয় নম্বর পজিশনে নেমে মাত্র ১ রান করেই ফেরেন পান্ত। ইনিংসে জো রুটের প্রথম শিকার তিনি। ইনিংসের ৪৬তম ওভারে বোলিংয়ে এসে ওয়াশিংটন সুন্দর (০ রান) ও অক্ষর প্যাটেলকে (০ রান) প্যাভিলিয়নের পথ ধরান রুট।

এরপর ৫০তম ওভারে রবীচন্দ্রন অশ্বিন ও ৫৪তম ওভারে জ্যাসপ্রীত বুমরাহর উইকেটও তুলে নেন ইংলিশ অধিনায়ক। অর্থাৎ, শেষ ৫টি উইকেট নেন স্পিনার রুট। প্রথম ৫টি উইকেটের মধ্যে জ্যাক লিচ ৪টি ও জফরা আর্চার ১টি করে উইকেট নেন। টেস্ট ক্যারিয়ারে এই প্রথমবার পাঁচটি উইকেট নিলেন জো রুট।

(ঢাকাটাইমস/২৫ ফেব্রুয়ারি/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :