‘শহীদ কর্নেল গুলজার র‌্যাবের নাম উজ্জ্বল করেছেন’

প্রকাশ | ২৫ ফেব্রুয়ারি ২০২১, ১৭:২১

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

পিলখানায় তৎকালীন বিডিআর সদরদপ্তরে নৃশংস হত্যাকাণ্ডে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালক (ডিজি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

বৃহস্পতিবার বিকাল ৩টায় রাজধানীর বনানীর সামরিক কবরস্থানে নিহতদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান র‌্যাবপ্রধান।
শ্রদ্ধা জানানো শেষে র‌্যাব ডিজি বলেন, ‘আজ আমরা শ্রদ্ধা নিবেদন করতে এসেছি তৎকালীন বিজিবির লিগ্যাল উইংস ডিরেক্টরের দায়িত্বে থাকা শহীদ কর্নেল গুলজার উদ্দিন আহমেদের প্রতি, যিনি র‌্যাবের এডিজি অপারেশনস ও অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। এছাড়া র‌্যাবের ইন্টালিজেন্স শাখায় অত্যন্ত দক্ষতার সঙ্গে র‌্যাবের সাহসী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করে র‌্যাবের নাম উজ্জ্বল করেছেন।’

২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি পিলখানার সেই জঘন্যতম হত্যাকাণ্ডে নিহত সবার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বলে জানান র‌্যাব মহাপরিচালক।

(ঢাকাটাইমস/২৫ফেব্রুয়ারি/এআর/জেবি)