গ্রামীণফোনের এমটুএম সল্যুশন সেবা নেবে রাকাব

প্রকাশ | ২৫ ফেব্রুয়ারি ২০২১, ১৭:৪১

তথ্যপ্রযুক্তি প্রতিবেদক, ঢাকাটাইমস

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) তাদের ব্যাংকিং সেবাকে আরও যুগোপযোগী, সহজতর ও ডিজিটালাইজেশনের লক্ষ্যে গ্রামীণফোনের মেশিন টু মেশিন (এমটুএম) সল্যুশনের এর মাধ্যমে সিকিউরড ইন্টারনেট সেবা 'স্মার্ট কানেক্ট' গ্রহণ করতে চুক্তিবদ্ধ হয়েছে।

সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে উভয় প্রতিষ্ঠানের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের উপস্থিতিতে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

এ চুক্তির আওতায় গ্রামীণফোন রাকাবের ৩৮৩টি শাখা সহ ব্যাংকের প্রধান  কার্যালয়ে নিরবচ্ছিন্ন ও নিরাপদ ‘ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক’ (ভিপিএন) সেবা প্রদান করবে। ফলে, ব্যাংকিং কার্যক্রম হবে আরো উন্নত ও গ্রাহকবান্ধব। ‘স্মার্টকানেক্ট’প্রযুক্তিদেশের উত্তর-পশ্চিমাঞ্চলজুড়ে ডিজিটাল ব্যাংকিং সেবা নিশ্চিত করবে।

(ঢাকাটাইমস/২৫ফেব্রুয়ারি/এজেড)