ভালুকায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত, আহত ৬

প্রকাশ | ২৫ ফেব্রুয়ারি ২০২১, ১৭:৪৫

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি, ঢাকাটাইমস

ময়মনসিংহের ভালুকায় সড়ক দুর্ঘটনায় আব্দুর রহমান রবিন(৩৫) নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ছয়জন। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।

বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সিডষ্টার উত্তর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রবিন লক্ষীপুর রামগঞ্জ উপজেলার আশারকোটা পাটোয়ারি গ্রামের রুহুল আমিন খোকার ছেলে।

ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা যায়, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা একটি ট্রাক সিডষ্টোর বাজার এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে আরেকটি বালু বোঝাই ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। ওই ট্রাকে থাকা সাতজন শুরুতর আহত হন। পরে খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার আল মামুনের নেতৃত্বে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক রবিনকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভালুকা হাইওয়ে পুলিশের এসআই মো. মোয়াজ্জেম হোসেন জানান, একটি ট্রাক আরেকটি বালু বোঝাই ট্রাকের পেছনে ধাক্কা দিলে সাতজন গুরুতর আহত হয়। এদের মধ্যে একজন মারা গেছেন।

(ঢাকাটাইমস/২৫ফেব্রুয়ারি/কেএম)