লোহাগাড়ায় বসতঘরে হামলার অভিযোগ

প্রকাশ | ২৫ ফেব্রুয়ারি ২০২১, ১৯:২৮

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি, ঢাকাটাইমস

চট্টগ্রামের লোহাগাড়ায় বসতঘরে হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার উত্তর আমিরাবাদের রাব্বি হাসানের বসতঘরে এ হামলা-ভাঙচুরের ঘটনা ঘটে। স্থানীয় প্রভাবশালী শাহ আলমের নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটেছে বলে জানান ভুক্তভোগী। এ ব্যাপারে বুধবার রাতে ভুক্তভোগী লোহাগাড়া থানায় জিডি করেছেন।

জানা গেছে, বুধবার বিকালে ভুক্তভোগী তার বাবা ও মামাকে নিয়ে বাজারে যাওয়ার পথে শাহ আলমের নেতৃত্বে একদল সশস্ত্র যুবক পূর্ব শত্রুতার জেরে তাদের মারতে আসে। তাদের চিৎকারে পথচারীরা এগিয়ে এলে ওই যুবক দল পালিয়ে যায়। পরে শাহ আলমসহ সশস্ত্র যুবক দল ভুক্তভোগীর বসতঘরে এসে হামলা করে। তারা ঘরের দরজা, জানালা ও আসবাবপত্র ব্যাপকভাবে ভাঙচুর করে এবং বাড়ির মহিলা ও বৃদ্ধদের নাজেহাল করে।

এ ব্যাপারে অভিযুক্ত শাহ আলমের মোবাইলে বেশ কয়েকবার ফোন দিলে রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ জানান, বসতঘরে হামলা ও ভাঙচুরের ঘটনায় ভুক্তভোগী জিডি করেছেন। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

(ঢাকাটাইমস/২৫ফেব্রুয়ারি/এলএ)