কালিয়াকৈর ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি ২০২১, ২০:৫৯

গাজীপুরের কালিয়াকৈরে ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার মধ্যরাতে কালিয়াকৈর পৌরসভার বক্তারপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তি হলো, দক্ষিণ বক্তারপুর এলাকার ইমরান হোসেনের ছেলে ফারহান মাহমুদ তুষার( ৩০)।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আটক মাদক কারবারির সহযোগীরা পালিয়ে গেলে তাদের সাথে থাকা দুইটি মোটরসাইকেল জব্দ করে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কালিয়াকৈর পৌরসভার বক্তারপুর এলাকায় ফারহান মাহমুদ তুষার দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল। এমন গোপন সংবাদে ওই এলাকায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ফারহান মাহমুদকে গ্রেপ্তার করেন।

আটকের পর তার দেহ তল্লাশি করে ১২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এছাড়া ওই মাদক ব্যবসায়ীর সদস্যদের কাছে থেকে ঢাকা মেট্রো ল- ১৩-৫৩৯৭ এবং চট্টগ্রাম মেট্রো ন১১-৫৯৭২ রেজিস্ট্রেশনের দুটি মোটরসাইকেল জব্দ করা হয়, পুলিশ ওই দুই মোটরসাইকেলসহ মাদক কারবারিকে থানা হেফাজতে রাখেন।

এই ঘটনায় কালিয়াকৈর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামান বলেন,আটক ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনে মামলা করে বৃহস্পতিবার দুপুরে গাজীপুর জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৫ফেব্রুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :