পি কে হালদার ও সহযোগীদের ৭০ একর জমি ক্রোকের নির্দেশ

প্রকাশ | ২৫ ফেব্রুয়ারি ২০২১, ২১:২৬ | আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২১, ২১:৩১

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

সাড়ে তিন হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পালিয়ে থাকা এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রশান্ত কুমার (পি কে) হালদার ও তার সহযোগীদের নামে থাকা ৭০ একর জমি ক্রোকের নির্দেশ দিয়েছে আদালত।

বৃহস্পতিবার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ কে এম ইমরুল কায়েশ এই আদেশ দেন বলে নিশ্চিত করেছেন দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মাহমুদ হোসেন জাহাঙ্গীর।

এর আগে মামলার তদন্তের স্বার্থে পি কে হালদার ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা সম্পদ ক্রোকের আদেশ চেয়ে দুদকের পক্ষ থেকে আদালতে আবেদন করা হয়। শুনানি নিয়ে আদালত নারায়ণগঞ্জের রূপগঞ্জের ৭০ একর জমি ক্রোকের নির্দেশ দেয়। ক্রোকের তালিকায় একটি ১০ তলা ভবনও রয়েছে বলে জানা গেছে।

দুদকের উপপরিচালক মো. সালাহউদ্দিন আদালতে দেয়া লিখিত প্রতিবেদনে জানান, পি কে হালদার অবৈধ ব্যবসা ও অবৈধ কার্যক্রম চালিয়ে জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ২৭৪ কোটি ৯১ লাখ ৫৫ হাজার ৩৫৫ টাকার সম্পদ অর্জন করেছেন।

২০১৯ সালের শেষ দিকে দুদক অবৈধ ক্যাসিনো মালিকদের সম্পদের তদন্ত শুরু করলে পি কে হালদারের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ উঠে আসে। গত বছরের ৮ জানুয়ারি প্রায় ২৭৪ কোটি ৯১ লাখ টাকার সম্পত্তি অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করে দুর্নীতিবিরোধী সংস্থাটি।

ইন্টারন্যাশনাল লিজিং থেকেই এক হাজার ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে পি কে হালদারের বিরুদ্ধে। এছাড়া তার বিরুদ্ধে সব মিলিয়ে প্রায় তিন হাজার ৫০০ কোটি টাকা আত্মসাৎ করার প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন।

গত বছরের ১০ ফেব্রুয়ারি অর্থপাচার মামলায় পিকে হালদার ও তার পরিবারের আট সদস্যসহ পিপলস লিজিংয়ের ১২ জনের স্থাবর-অস্থাবর সম্পদ, ব্যাংক হিসাব ও পাসপোর্ট জব্দ রাখার আদেশ আপিল বিভাগে বহাল থাকে।

বিদেশে পলাতক পিকে হালদারের একাধিক বান্ধবীর নামে ৭০-৮০টি অ্যাকাউন্টে অর্থ পাচারের প্রমাণ পেয়েছে দুদক। তার বিরুদ্ধে অর্থপাচার ও অবৈধ সম্পদ অর্জনের মামলাও করা হয়েছে। পি কে হালদারকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলে সহায়তা চাওয়া হয়েছে। কানাডায় থাকা পি কে হালদারের বিরুদ্ধে ইতিমধ্যে রেড এলার্টও জারি করেছে ইন্টারপোল।

পি কে হালদারের বাড়ি পিরোজপুরে নাজিরপুর উপজেলার দিঘিরজান গ্রামে। তার বাবা প্রয়াত প্রণনেন্দু হালদার ও মা লীলাবতী হালদার। পি কে হালদার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে স্নাতক সম্পন্ন করার পর ব্যবসায় প্রশাসন নিয়ে পড়াশোনা করেন।

ঢাকাটাইমস/২৫ফেব্রুয়ারি/জেবি)