ফেনী থেকেই চাঙ্গা হতে চায় হেফাজতে ইসলাম

নিজস্ব প্রতিনিধি, ফেনী
 | প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি ২০২১, ২১:৫২

ফেনী থেকেই সাংগঠনিক কার্যক্রমে ঘুরে দাঁড়াতে চায় অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ। ইতোমধ্যে ফেনীতে প্রতিবারের মতো এবারো শানে রেসালাত সম্মেলনের ঘোষণা দিয়েছে সংগঠনটি। আল্লামা শাহ আহম্মদ শফির মৃত্যুর পর কেন্দ্রীয় কমিটির এটিই প্রথম বৃহৎ আনুষ্ঠানিক কর্মসূচি বলে জানিয়েছেন নেতারা।

সংগঠন সূত্রে জানা গেছে, ৫ মার্চ ফেনী শহরের মিজান ময়দানে শানে রেসালাত সম্মেলন অনুষ্ঠিত হবে। হেফাজতের নতুন আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন। বিশেষ অতিথি থাকবেন সংগঠনটির মহাসচিব নুরুল ইসলাম জিহাদী। দুই পর্বের অধিবেশনে সকাল ১০টা থেকে প্রথম অধিবেশনে হেফাজতের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ সদস্য ও ফেনী জেলা কমিটির প্রধান উপদেষ্টা নুরুল ইসলাম আদিব সভাপতিত্ব করবেন। বাদ মাগরিব সমাপনী অধিবেশনে হেফাজতের ফেনী জেলা সভাপতি মাওলানা হাফেজ রশিদ আহম্মদ সভাপতিত্ব করবেন।

হেফাজতের ফেনী জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা ওমর ফারুক ঢাকা টাইমস’কে জানান, সম্মেলন সফল করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রস্তুতির যাবতীয় কার্যক্রম সম্পাদনে একাধিক উপ-কমিটি গঠন করা হয়েছে। বুধবার থেকে প্যান্ডেল ও মঞ্চ তৈরির কাজ শুরু হয়েছে। বিশ্বনবীর জীবনাদর্শ আলোচনা উপলক্ষে এ শানে রেসালত সম্মেলনে ব্যাপক লোকসমাগমের প্রত্যাশা করছে আয়োজকরা।

(ঢাকাটাইমস/২৫ফেব্রুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :