চলনবিলে মৎস্য শিকার উৎসব

প্রকাশ | ২৫ ফেব্রুয়ারি ২০২১, ২১:৫৭

সিংড়া (নাটোর) প্রতিনিধি, ঢাকাটাইমস

নাটোরের সিংড়ার চলনবিলে ব্যতিক্রমধর্মী মৎস্য শিকার উৎসব চলছে। বৃহস্পতিবার বিকালে স্থানীয় এক মৎস্যচাষির পুকুরে লটারির মাধ্যমে আগামী ২৪ ঘণ্টার জন্য এই উৎসবের আয়োজন করা হয়েছে। এতে দেশের বিভিন্ন দূর-দূরান্ত এলাকা থেকে টিকিটের বিনিময়ে ৭০ জন সৌখিন মাছ শিকারি অংশগ্রহণ করছেন। আর এই উৎসবের উদ্বোধন করেন সিংড়া পৌরসভার মেয়র মো. জান্নাতুল ফেরদৌস।

এছাড়াও উৎসবে সিংড়ার ইউএনও এমএম সারিুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

মৎস্যচাষি তারেকুল ইসলাম জানান, একসময় মৎস্য ভান্ডার খ্যাত চলনবিল থেকে বর্ষার পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে বাউত উৎসব দেখা যেত। কিন্তু বিভিন্ন কারণে চলনবিল অস্তিত্ব শংকটে পড়েছে। তাই পুরোনো ঐতিহ্যে জানান দিতে তার নিজস্ব ৫বিঘা আয়তনের একটি পুকুরে ২৪ ঘণ্টাব্যাপী এই চলনবিল মৎস্য উৎসবের আয়োজন করা হয়েছে। লটারির মাধ্যমে পুকুরের দু’পাশে সৌখিন মৎস্য শিকারিদের জন্য ১৪টি আসন নির্ধারণ করে দেয়া হয়েছে। প্রতি আসনে ৫টি ছিপ ফেলানো যাবে।  আগামী ২৪ ঘণ্টা মাছ শিকার করতে পারবেন সৌখিন শিকারিরা। আর এই পুকুরে প্রায় ৫ লক্ষাধিক টাকার ১ কেজি থেকে ৭ কেজি ওজনের রুই, কাতলা, মৃগেলসহ দেশি ১০ প্রজাতির মাছ রয়েছে।

(ঢাকাটাইমস/২৫ফেব্রুয়ারি/এলএ)