দুই ঘণ্টা পর ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল শুরু

সিলেট ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি ২০২১, ১১:০১

সিলেটের রশিদপুর এলাকায় দুই বাসের সংঘর্ষের কারণে বন্ধ থাকার দুই ঘটনা পর সিলেট-ঢাকা মহাসড়কে যান চলাচল শুরু হয়েছে।

দুই বাসের মধ্যে ভয়াবহ ওই সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত আটজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন আরও ২০ জন।

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার রশিদপুর সেতুর কাছে শুক্রবার সকাল সাতটার দিকে এ ঘটনা ঘটে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দুর্ঘটনার পরপরই ওই সড়ক দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এর ফলে মহাসড়কের দুই পাশে আটকা পড়ে অনেক গাড়ি। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে এবং যান চলাচল স্বাভাব্কি করতে দুর্ঘটনাকবলিত বাস দুটি সরানোর কাজে অংশ নেয়। উদ্ধার কাজ শেষ হলে প্রায় দুই ঘণ্টা পর সকাল নয়টার দিকে মহাসড়কটি দিয়ে যান চলাচল শুরু হয়।

সকালের ভয়াবহ ওই দুর্ঘটনায় যারা মারা গেছেন তাদের মধ্যে চারজনের পরিচয় জানা গেছে। তারা হলেন এনা পরিবহনের চালক মঞ্জু আহমদ মঞ্জু, তার সহকারী জাহাঙ্গীর, লন্ডন এক্সপ্রেসের সুপারভাইজার রুহুল আমিন ও উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের প্রভাষক আল মাহমুদ সাদ ইমরান খান। বাকিদের নাম পরিচয় এখনও পাওয়া যায়নি।

ঢাকাটাইমস/২৬ফেব্রুয়ারি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :