স্পেনে হাতির শুঁড়ের আঘাতে চিড়িয়াখানা রক্ষকের মৃত্যু

অনলাইন ডেস্ক
 | প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি ২০২১, ১৩:০৫

স্পেনের চিড়িয়াখানায় হাতির শুঁড়ের আঘাতে এক চিড়িয়া রক্ষকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে স্পেনের কাবারসেনো ন্যাচারাল পার্কে এই ঘটনা ঘটে। গার্ডিয়ানে খবরে বলা হয়, স্পেনের কাবারসেনো ন্যাচারাল পার্কে ৪৪ বছর বয়সী রক্ষক প্রতিদিনের মতো হাতির আস্তাবল পরিষ্কার করছিলেন। এসময় এক মাদি হাতি শুঁড়ে তুলে তাকে আছাড় দেয়। এতে মারাত্মক আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এর তিনঘন্টা পর ওই রক্ষক মারা যান। হাতি এমন কাণ্ড ঘটানোর সময় মেঝেতে হাতিটির বাচ্চা ছিল।

খবরে আরও বলা হয়, স্পেনের সান্তাদার এলাকায় ওই পার্কের হাতিটির ওজন ৪ হাজার কেজি। চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, হাতিটির আঘাত এতটা প্রচণ্ড ছিল যে, কেউ এমন আঘাত পেলে বেঁচে থাকতে পারে না। পুলিশ এবং চিড়িয়াখানা কর্তৃপক্ষ ঘটনার তদন্তে নেমেছে বলেও তাদের পক্ষ থেকে জানানো হয়।

কাবারসেনো ন্যাচারাল পার্কে বাাঘা, সিংহ, জাগুয়ার, নেকড়েসহ প্রায় ১২০ প্রজাতির প্রাণী রয়েছে। গত বছর মাদ্রিদ চিড়িয়াখানায় এক গরিলার আঘাতে ৪৬ বছর বয়স্ক এক চিড়িয়া রক্ষকের দুই হাত ভেঙ্গে যায়।

(ঢাকাটাইমস/২৬ফেব্রুয়ারি/কেআই)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :