‘উন্নয়নে ভেদাভেদ ভুলে একযোগে কাজ করতে হবে’

সাতক্ষীরা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি ২০২১, ১৯:২১

নিজেদের মধ্যে ভেদাভেদ ও বিভক্তি ভুলে এক কাতারে এসে সাতক্ষীরার উন্নয়নে কাজ করার আহ্বান জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি অধ্যাপক আফম রুহুল হক।

তিনি বলেন, ‘দেশজুড়ে উন্নয়ন হচ্ছে, আমরা এই ধারা থেকে বাইরে থাকতে পারি না। এই লক্ষ্যে পৌঁছাতে এখনই উদ্যোগ নিতে হবে। সাতক্ষীরার উন্নয়নে ভেদাভেদ ভুলে সবাইকে একযোগে কাজ করতে হবে’

শুক্রবার দুপুরে সাতক্ষীরা সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে একথা বলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী রুহুল হক।

তিনি বলেন, ‘সাতক্ষীরায় মাছ, ধান এবং সবজিসহ সকল কৃষি উৎপাদন জেলার প্রয়োজনের তুলনায় বহুগুন বেশি। এই জেলার এসব সম্পদ দেশের অন্যান্য ঘাটতি এলাকায় চলে যাচ্ছে। এছাড়া হিমায়িত চিংড়ি রপ্তানি করে বাংলাদেশ অর্জন করছে বিপুল বৈদেশিক মুদ্রা।’

ভোমরা স্থলবন্দরে লক্ষ্যমাত্রার কয়েকগুণ বেশি রাজস্ব আদায় হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘সরকারকে সাতক্ষীরা এসব অর্জন উপহার দিয়ে যাচ্ছে। সেই তুলনায় সাতক্ষীরার উন্নয়ন হয়নি।’

তিনি সাতক্ষীরায় টেকনিক্যাল বিশ্ববিদ্যালয়, সাতক্ষীরায় অর্থনৈতিক জোন, রেলসংযোগ স্থাপন, ভোমরা বন্দরের উন্নয়ন ও সুন্দরবন টেক্সটাইল মিলস ফের চালু করার ওপর গুরুত্ব দিয়ে বলেন, ‘উন্নয়নের এইসব লক্ষ্যে পৌঁছাতে হলে সবাইকে কাজ করতে হবে।’

বিশ্বব্যাপী রাজনৈতিক পরিবর্তন হচ্ছে উল্লেখ করে সাবেক এই স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘গত এক বছরে করোনার কারণে বাংলাদেশের অর্থনীতি, শিক্ষা এবং স্বাস্থ্য সহ অন্যান্য সকল খাত পর্যুদস্ত হয়ে পড়েছে। অর্থনীতিকে তবুও সচল জায়গায় নিয়ে আসার সর্বাত্মক চেষ্টা করা হয়েছে। এতসবের পরেও বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।’

আওয়ামী লীগ সরকারের গত এক যুগের উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র তুলে ধরে তিনি বলেন, ‘হাজার হাজার দরিদ্র মানুষের জন্য গৃহনির্মাণ এবং তা তাদের হাতে তুলে দেওয়ার বিরল দৃষ্টান্ত বিশ্বের অন্য কোনো দেশে দরিদ্র মানুষের জন্য এমন ব্যবস্থা নেওয়া হয়নি।’

ডা. রুহুল হক বলেন, সাতক্ষীরার প্রানসায়ের খাল খনন একটি অতি জরুরী বিষয়। এই খাল খননে নানা সমস্যা দেখা দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, অচিরেই তা সমাধান করা হয়ে যাবে।

যারা বিসিএস করেছেন তাদের থেকে নানা ধরনের সহযোগিতা নিয়ে উন্নয়নকাজ এগিয়ে নিতে হবে মন্তব্য করে তিনি বলেন, ‘সাতক্ষীরায় পর্যটন কেন্দ্র স্থাপন করা একটি সময়ের চাহিদা। সুন্দরবনকে বিশ্ববাসীর কাছে দৃশ্যমান করে তুলতে হলে পর্যটনের বিকল্প নেই। সাতক্ষীরার যে সম্পদ আছে তা কাজে লাগিয়ে এই জেলার ২২ লাখ মানুষের জন্য উন্নয়ন করা অসম্ভব কিছু নয়। এছাড়া শিক্ষায় গতি এসেছে। এখন দরকার এই গতিকে আরও শানিত করে একটি শিক্ষিত সমাজ গড়ে তোলা।’

তিনি সাতক্ষীরার উন্নয়নে গনমাধ্যমকর্মীদের একযোগে কাজ করার আহ্বান জানান।

মতবিনিময় সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, ‘সাংবাদিকরা আরও বেশি করে সমস্যাসমূহ তুলে ধরতে পারেন। এতে স্বাস্থ্যবিভাগের আইকন ডা.রুহুল হকের নেতৃত্বে সেসব সমস্যা সমাধানের পথে আমরা এগিয়ে যেতে পারব।’

মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন- সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি সুভাষ চৌধুরী, আরটিভির রামকৃষ্ণ চক্রবর্তী এবং দেশটিভির শরিফুল্লাহ কায়সার সুমন প্রমুখ।

এসময় সাতক্ষীরা মেডিকেল কলেজে পিসিআর ল্যাব চালু করা, কিডনী ডায়ালাইসিস সেন্টারে ওষুধ সংকটসহ নানা বিষয় উঠে আসে। এসব বিষয়ে সমাধানের পথ বের করার জন্য ডা. রুহুল হকের প্রতি আহ্বান জানানো হয়। মতবিনিময় সভা শুরুর আগে সদ্য প্রয়াত সাতক্ষীরার বর্ষীয়ান রাজনীতিক দুইবারের সাবেক সাংস, সাবেক জেলা পরিষদ প্রশাসক এবং জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

(ঢাকাটাইমস/২৬ফেব্রুয়ারি/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :