‘নতুন অভিজ্ঞতার’ দ্রুত সমাপ্তি চান তাসকিন

প্রকাশ | ২৬ ফেব্রুয়ারি ২০২১, ১৯:৫৬

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

সিরিজ খেলতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এখন নিউজিল্যান্ডে অবস্থান করছে। গত বুধবার সেখানে পৌঁছানোর পরই দলের সকলেই হোটেলের রুমে চলে যান। প্রথম দুইদিন কাউকেই রুম থেকে বের হতে দেয়া হয়নি। কিন্তু প্রথম করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসার পর শুক্রবার টাইগার ক্রিকেটারদের কিছু সময়ের জন্য দুই মিটার দূরত্ব বজায় রেখে হাঁটতে দেয়া হয়।

নিউজিল্যান্ড সিরিজে ডাক পেয়েছন পেসার তাসকিন আহমেদ। তারই একটি ভিডিও শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপলোড করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই ভিডিওতে তাসকিন সেখানকার সব অভিজ্ঞতা শেয়ার করেছেন।

ভিডিওতে তাসকিন আহমেদ বলেছেন, ‘এরকম আইসোলেশন একটা ভিন্ন অভিজ্ঞতা। এর আগে কখনো এইভাবে সময় কাটানো হয়নি। প্রায় ৪৮ ঘণ্টা পরে আমরা দুই মিটার দূরত্ব বজায় রেখে হাঁটার সুযোগ পেয়েছি। এখন আবার রুমে এসে পড়েছি। তাও ভালো লাগছে। কারণ, টানা দুইদিন রুমে বন্দি ছিলাম। প্রথম করোনা টেস্টে সবার রিপোর্ট নেগেটিভ আসার পরে আমাদের হাঁটতে দিয়েছে। আরো কিছু টেস্ট বাকি আছে। এরপর ইনশাআল্লাহ আমরা প্র্যাকটিসও শুরু করতে পারব। সবকিছু মিলিয়ে ভিন্ন একটি অভিজ্ঞতা। চাইব যত দ্রুত এই অভিজ্ঞতা শেষ হোক ততই ভালো।’

তিনি বলেন, ‘সময় কাটছে আসলে ফ্যামিলির সাথে কথা বলে, মুভি দেখে। বিসিবি থেকে আমাদের অনুশীলন করার ব্যবস্থা করে দিয়েছে। কিছু ব্যান্ডস এবং সাইক্লিং করার সুযোগ করে দেয়া হয়েছে। রুমে যে অনুশীলন করা সম্ভব সেগুলো করার সুযোগ দিয়েছে। সবকিছু মিলিয়ে এভাবেই সময় কেটে যাচ্ছে।’

(ঢাকাটাইমস/২৬ ফেব্রুয়ারি/এসইউএল)