জাতীয় বিশ্ববিদ্যালয়ে সিনেট অধিবেশন শনিবার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি ২০২১, ২০:১৬

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বার্ষিক বিশেষ সিনেট অধিবেশন বসছে আগামীকাল শনিবার। মহামারি করোনার কারণে এই অধিবেশন জুম অ্যাপসের মাধ্যমে ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে।

শুক্রবা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- জাতীয় বিশ্ববিদ্যালয়ের বার্ষিক বিশেষ সিনেট অধিবেশন- ২০২০ শনিবার সকাল ১০টায় জুম অ্যাপসের মাধ্যমে শুরু হবে। অধিবেশনে সভাপতিত্ব করবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ।

অধিবেশনে উপাচার্য তার দুই মেয়াদ পূর্তিতে গত আট বছরের সময়কালে বিশ্ববিদ্যালয়ের অর্জন, বিভিন্ন উন্নয়ন-অগ্রগতিমূলক কর্মকাণ্ড বিশদভাবে তুলে ধরবেন।

সিনেট অধিবেশনে সিনেট সদস্য হিসেবে সংসদ সদস্য, বিভিন্ন শিক্ষাবোর্ডের চেয়ারম্যান, বিভাগীয় কমিশনার, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকসহ শিক্ষাসংশ্লিষ্টরা অংশ নেবেন।

(ঢাকাটাইমস/২৬ফেব্রুয়ারি/বিইউ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :