গভীর রাতে বিয়েবাড়িতে গান: এএসপির হস্তক্ষেপে এলাকাবাসীর স্বস্তি

ঢাকাটাইমস ডেস্ক
| আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২১, ১০:৩২ | প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি ২০২১, ২২:১০

রাত প্রায় ১টা। বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর এলাকার এক বিয়েবাড়ির অনুষ্ঠানে গভীর রাতেও কানফাটানো শব্দে বাজানো হচ্ছিল হিন্দি গান। পরে এলাকাবাসী ৯৯৯-এ ফোন করে অভিযোগ দেওয়ার পর ১০ মিনিটের মধ্যে চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার (রাউজান-রাঙ্গুনিয়া সার্কেল) আনোয়ার হোসেন শামীম পুলিশ নিয়ে আসায় নিস্তার মেলে এলাকাবাসীর। এসময় পুলিশের পক্ষ থেকে আয়োজকদেরকে বুঝিয়ে গান বাজানো হতে নিবৃত্ত করার পাশাপাশি অতিথিদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শও দেওয়া হয়।

খোঁজ নিয়ে জানা যায়, উচ্চ শব্দে যন্ত্র বাজানো নিয়ন্ত্রণে আইন আছে। এর দেখভালের কর্তৃপক্ষও আছে। তবে আইনের কোনো প্রয়োগ নেই, কোনো কর্তৃপক্ষও এসব নিয়ে গরজ করে না, এমন অভিযোগ স্থানীয়দের।

এ প্রসঙ্গে এএসপি আনোয়ার হোসেন শামীম জানান, গভীর রাতে শব্দদূষণের বিষয়ে স্থানীয়দের ৯৯৯-এ অভিযোগের পর আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে যথাযথ পদক্ষেপ নিই। নিজেদের উৎসব-পার্বণ উদযাপনে স্থানীয়দের যেন সমস্যা না হয়, এ বিষয়ে সচেতন থাকতেও সবার প্রতি অনুরোধ রাখেন এই পুলিশ কর্মকর্তা।

(ঢাকাটাইমস/২৬ফেব্রুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :