মাদকসহ আটকে বেরোবির দুই কর্মচারী বরখাস্ত

বেরোবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি ২০২১, ১৬:০১

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) রসায়ন বিভাগে কর্মরত ল্যাব অ্যাটেনডেন্ট (মেডিকেল এ্যাসিসটেন্ট পদের বিপরীতে) আহাদ আলী এবং অর্থ ও হিসাব দপ্তরের অডিট সেলে কর্মরত এমএলএসএস পারভেজ অবৈধ মাদকদ্রব্যসহ র‌্যাবের হাতে আটক হয়েছে।

এ ঘটনায় বৃহস্পতিবার উপাচার্যের নির্দেশে রেজিস্ট্রার আবু হেনা মুস্তফা কামাল স্বাক্ষরিত এক আদেশের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তাদের সাময়িক বরখাস্ত করেছে।

জানা যায়, রংপুর মহানগরীর আলমনগরস্থ ২৭ নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ের পশ্চিম পার্শ্বের পাকা রাস্তা থেকে মাদকদ্রব্য বিক্রয়ের জন্য নিজ হেফাজতে মাদকদ্রব্য রাখাকালীন বুধবার রাত ১২টায় তাদের গ্রেপ্তার করে র‌্যাব।

এ সময় তাদের কাছ থেকে দুই বোতল দেশীয় মদ, তিনটি মোবাইল ফোন, পাঁচটি সিম, দুইটি মেমোরি কার্ড এবং মাদক বিক্রয়লব্ধ এক হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।

(ঢাকাটাইমস/২৭ফেব্রুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :