বোয়ালমারীতে কোভিড-১৯ রোধে সভা

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২১, ১৮:০৭ | প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি ২০২১, ১৬:২১

ফরিদপুরের বোয়ালমারীতে কোভিড-১৯ মহামারি মোকাবেলায় উপজেলা পর্যায়ে 'কমিউনিটিভিত্তিক কার্যক্রম (সিএসটি)' বাস্তবায়নে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে 'সেভ দ্য চিলড্রেন' পরিচালিত 'ইউএসএইড'র' আর্থিক সহায়তায় এই সভা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এমএম মোশাররফ হোসেন।

আরো উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারিয়া হক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো .আসাদুজ্জামান মিন্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান রেখা পারভীন, বোয়ালমারী থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল খায়ের মিয়া, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রবিন বিশ্বাস, চতুল ইউপি চেয়ারম্যান শরীফ সেলিমুজ্জামান লিটু, বোয়ালমারী ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমান, পরমেশ্বরদী ইউপি চেয়ারম্যান নুরুল আলম মিনা মুকুল, ঘোষপুর ইউপি চেয়ারম্যান এসএম ফারুক হোসেন, শেখর ইউপি চেয়ারম্যান ইস্রাফিল মোল্যা প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ খালেদুর রহমান মিয়া। অনুষ্ঠানে প্রজেক্টরের মাধ্যমে কোভিড-১৯ মহামারি মোকাবেলায় উপজেলা পর্যায়ে কমিউনিটিভিত্তিক কার্যক্রমের ওপর গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করেন বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. জ্ঞানব্রত শুভ্র।

(ঢাকাটাইমস/২৭ফেব্রুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :