ঠান্ডা কমায় সাগরে ফিরিয়ে দেয়া হলো ২৫ হাজার কচ্ছপ

প্রকাশ | ২৭ ফেব্রুয়ারি ২০২১, ১৯:৪০ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২১, ১৯:৪৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

কচ্ছপ পৃথিবীতে প্রাচীন প্রাণীদের মধ্যে অন্যতম। বর্তমানে কচ্ছপের প্রায় ৩০০ প্রজাতি রয়েছে পৃথিবীতে। এদের মধ্যে কিছু প্রজাতি মারাত্মকভাবে বিলুপ্তির পথে।

এরা সাধারণত দিবাচর প্রাণী। তবে তাপমাত্রার ওপর নির্ভর করে তারা গোধূলিতেও সক্রিয় হয়ে থাকে। সম্প্রতি প্রবল ঠান্ডায় আমেরিকার টেক্সাস অঙ্গরাজ্যে সমুদ্রের কচ্ছপ লোকালয়ে চলে আসে।

তবে এখন টেক্সাসের ঠান্ডার তীব্রতা কমায় সমুদ্রে ফিরিয়ে দেয়া হলো হাজার হাজার কচ্ছপকে। গত মঙ্গলবার স্থানীয় প্রাণী রক্ষা বিভাগের উদ্যোগে নেয়া হয় এই পদক্ষেপ।

গেল সপ্তাহের তীব্র তুষারপাতে সবকিছু বরফে পরিণত হওয়ায় সাউথ পাদ্রে উপকূলে উঠে আসে প্রায় ২৫ হাজার সামুদ্রিক কচ্ছপ। প্রাণিগুলোকে স্থানীয় কনভেনশন সেন্টারের উষ্ণ জলাধার ও কক্ষে রাখা হয়। কিন্তু উদ্ধারের আগে অনেকগুলো নিরীহ প্রাণি মারা যায়।

বর্তমানে  রাজ্যটির তাপমাত্রা স্বাভাবিক হওয়ায়  ধাপে ধাপে কচ্ছপগুলোকে ছাড়া হচ্ছে ম্যাক্সিকো উপকূলে। শেষবার ২০১০ সালে ঠান্ডার প্রকোপে মারা যায় বহু সামুদ্রিক কচ্ছপ।   

ঢাকাটাইমস/২৭ফেব্রুয়ারি/এসকেএস