জিতেই চলেছে ম্যানচেস্টার সিটি

প্রকাশ | ২৮ ফেব্রুয়ারি ২০২১, ০৯:৫৪

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

হারতে যেন ভুলেই গেছে ম্যানচেস্টার সিটি। জিতেই চলেছে একের পর এক ম্যাচ। ইংলিশ প্রিমিয়ার লিগে ওয়েস্টহামকে হারিয়ে টানা ২০তম জয় তুলে নিল শিরোপা প্রত্যাশীরা। ম্যাচটি ২-১ গোল ব্যবধানে জিতেছে পেপ গার্দিওলার শিষ্যরা। দলের হয়ে একটি করে গোল করেন রুবেন দিয়াজ এবং জন স্টোনস। ওয়েস্টহামের একমাত্র গোলটি করেন মিচেল অ্যান্টনিও।

অপ্রতিরোর্ধ হয়ে উঠেছে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি। একের পর এক জয়ে টেবিলে নিজেদের পয়েন্ট ব্যবধানটা খানিকটা বাড়িয়ে নিয়েছে ক্লাবটি। বর্তমান অবস্থা বিচার করলে দ্বিতীয় অবস্থানে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে পয়েন্ট ব্যবধান ১৩।

তবে দারুণ ফর্মে থাকলেও ওয়েস্টহাম ইউনাইটেডকে হারাতে ঘাম ঝরেছে ম্যান সিটির। বল দখলে এগিয়ে থাকা দলটি গোলের দেখা পেয়েছে ম্যাচের ৩০তম মিনিটে। প্রথম গোল করে দলকে এগিয়ে নেন পর্তুগিজ তারকা ফুটবলার রুবেন দিয়াজ। তবে লিড বেশিক্ষণ ধরে রাখেতে পারেনি গার্দিওয়ালা বাহিনী। বিরতিতে যাওয়ার আগ মুহূর্তে মিচেল অ্যান্টনিওর গোলে সমতায় ফেরে ওয়েস্টহাম।

দ্বিতীয়ার্ধের খেলায় আক্রমণ আর পাল্টা আক্রমণে ম্যাচটা বেশ জমে উঠে। তবে গোলের লেখা ফুটবলে শেষ হাসিটা হাসে ম্যান সিটিই। ৬৮তম মিনিটে রিয়াদ মাহারেজের বাড়ানো পাসে দলকে এগিয়ে নেন জন স্টোনস। এরপর পুরো ম্যাচে আর কোনো গোল হয়নি।

এ জয়ের ফলে ম্যান সিটির সংগ্রহ দাঁড়াল ২৬ ম্যাচে ৬২ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে ৪৯ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে রয়েছে নগর প্রতিদ্বন্দ্বী ম্যান ইউ।

(ঢাকাটাইমস/২৮ফেব্রুয়ারি/এমএম)