সপ্তাহের শুরুতে সূচকের উত্থানে চলছে লেনদেন

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২১, ১২:১০ | প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি ২০২১, ১১:৪৫

সূচকের উত্থানে দেশের দুই পুঁজিবাজারে চলছে লেনদেন। সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার লেনদেন শুরুর পর থেকে এক ঘণ্টা ১৫ মিনিটে ডিএসইতে লেনদেন হয়েছে ২৫২ কোটি টাকা। এই সময়ে বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।

জানা গেছে, আলোচ্য সময়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে পাঁচ হাজার ৪৫২ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক সাত পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২৩৩ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে দুই হাজার ৮৩ পয়েন্টে। আলোচ্য সময়ে ডিএসইতে লেনদেন ছাড়ায় ২৫২ কোটি ৫৮ লাখ ৬৬ হাজার টাকা।

বাজার বিশ্লেষণ করে দেখা গেছে, উল্লিখিত সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ৩১২টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৭৬টি কোম্পানির। কমেছে ৩৮টির। অপরিবর্তিত রয়েছে ১০০টি কোম্পানির শেয়ারের দর।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর। প্রথম কার্যদিবসে সিএসইতে লেনদেনে অংশ নেয়া ১০৭টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৫৯টির। কমছে ২১টির। আর দর অপরিবর্তিত আছে ২৭টি কোম্পানির শেয়ারের দর।

আলোচ্য সময়ে সিএসইতে মোট লেনদেন হয়েছে সাত কোটি ৪৭ লাখ ৮৩ হাজার ৯১৮ টাকা।

(ঢাকাটাইমস/২৮ফেব্রুয়ারি/এসআই)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :