খুলনায় ব্যবসায়ীকে খুনের দায়ে পাঁচজনের যাবজ্জীবন

প্রকাশ | ২৮ ফেব্রুয়ারি ২০২১, ১৩:৪২ | আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২১, ১৩:৫১

খুলনা ব্যুরো, ঢাকাটাইমস
প্রতীকী ছবি

খুলনার কয়রা উপজেলায় ওষুধ ব্যবসায়ী আকবর আলী হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

রবিবার সকালে জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. ইয়ারব হোসেন এই রায় ঘোষণা করেন। রায়ে যাবজ্জীবন ছাড়াও প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মামুন গাজী, মোশারফ হোসেন, নুরুর রহমান, শেখ সাজিদুর রহমান ও শেখ মতিয়ার রহমান।

আদালত সূত্র জানায়, জমি নিয়ে দ্বন্দ্বের জের ধরে ২০১৩ সালের ২৬ জুলাই ভোরে নাকশা গ্রামের আকবর আলীকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের ছেলে রবিউল ইসলাম বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখ করে মামলা করেন। ২১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় পাঁচ আসামিই আদালতে উপস্থিত ছিলেন।

ঢাকাটাইমস/২৮ফেব্রুয়ারি/এমআর