কম খরচে স্টোরেজ দিচ্ছে গুগল

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি ২০২১, ১৩:৫৬

জিমেইলে আগে ১৫ জিবি ফ্রি স্টোরেজ মিলত। গুগল পরিকল্পনা করছে এই স্টোরেজ বিক্রি করবে। এছাড়াও অনেকেই জিমেইলের স্টোরেজ বাড়িয়ে নেন। সেক্ষেত্রে গুগলকে অতিরিক্ত অর্থ দিতে হয়। অতিরিক্ত স্টোরেজের জন্য গুগল ওয়ান সার্ভিসকে পয়সা দিতে হবে।

গুগল স্টোরেজ মূলত গুগল ড্রাইভের ক্লাউড সার্ভিস। প্রতিষ্ঠানটি সম্প্রতি ঘোষণা করেছে গুগল ওয়ান সার্ভিসের মাধ্যমে কম খরচে স্টোরেজ নেয়া যাবে।

প্রতি মাসে 10 মার্কিন ডলার খরচ করলে গ্রাহক ২ টেরাবাইট অতিরিক্ত ডেটা ব্যবহার করা যাবে। এছাড়াও প্রতি মাসে ২ মার্কিন ডলারে ১০০ জিবি ও ৩ মার্কিন ডলারে ২০০ জিবি স্টোরেজ পাওয়া যায়।

(ঢাকাটাইমস/২৮ফেব্রুয়ারি/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা