জয়পুরহাট পৌরসভায় পুনঃনির্বাচনের দাবি

জয়পুরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি ২০২১, ১৬:৩৭

জয়পুরহাট পৌরসভা নির্বাচনে শনিবার সকাল থেকে ভোট গ্রহণের সময় নানা অনিয়মের অভিযোগে পূনঃনির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপি দলীয় মেয়র প্রার্থী অধ্যক্ষ শামছুল হক। দুপুর ১টার দিকে তার নির্বাচনী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সামনে তিনি এ দাবি জানান।

এ সময় তিনি নির্বাচন চলাকালে বিভিন্ন কেন্দ্র থেকে ধানের শীষের এজেন্টদের বের করে দেয়া থেকে শুরু করে সাংবাদিকদের সামনে নানা অনিয়ম তুলে ধরেন। তিনি বলেন, ‘অবিলম্বে পূনঃনির্বাচন দিতে হবে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, সদস্য আলী হাসান মুক্তা, জাহিদা কামাল জেলা ছাত্রদলের সভাপতি মামুনুর রশীদ প্রধান, সাধারণ সম্পাদক মোক্তাদুল হক আদনানসহ অন্যরা।

(ঢাকাটাইমস/২৮ফেব্রুয়ারি/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :