চুল নিয়ে মন্তব্য করায় ধারাভাষ্যকারদের প্রতি চটলেন স্টেইন

প্রকাশ | ২৮ ফেব্রুয়ারি ২০২১, ১৬:৪২

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

তাঁর চুলের ধরন নিয়ে কটাক্ষ করেছিলেন ধারাভাষ্যকাররা। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের একহাত নিলেন ডেল স্টেইন। দক্ষিণ আফ্রিকার এই পেসার সাফ জানিয়েছেন, কোনো ক্রিকেটারের জীবনযাত্রা নিয়ে মন্তব্য করার অধিকার কারো নেই।

পাকিস্তান সুপার লিগে কোয়েটা গ্লাডিয়েটর্সের হয়ে খেলছেন স্টেইন। গত শুক্রবার ম্যাচ চলাকালীন ড্রেসিংরুমে বসেছিলেন। লম্বা খোলা চুল দেখে সে সময় ধারাভাষ্যকার সাইমন ডুল মন্তব্য করেন, ‘চুল দেখে মনে হচ্ছে ওর জীবনের মাঝ বয়েসে এসে সঙ্কট তৈরি হয়েছে।’ আরেক ধারাভাষ্যকার যোগ করেন, ‘মনে হচ্ছে লকডাউনের চুল।’

প্রথমে টুইটারে সেই ভিডিওর উত্তর দিয়ে স্টেইন লেখেন, ‘কোনো ধারাভাষ্যকারের মনে হচ্ছে আমার জীবনে মাঝ বয়সে এসে সঙ্কট হয়েছে।’

এরপর অন্য একটি টুইটে তাঁর সংযোজন, ‘যদি আপনাদের কাজ ক্রিকেটের ব্যাপারে কথা বলা হয়, তাহলে সেটাই করুন। যদি নিজের সময় ব্যবহার করে কারো ওজন, যৌন পছন্দ, ধর্মীয় পছন্দ, জীবনযাত্রা বা চুলের স্টাইল নিয়ে মন্তব্য করেন, তাহলে বলে রাখছি, আপনাদের পাত্তা দেওয়ার মতো সময় আমার নেই।’

আর একটি টুইটে দর্শকদের ধন্যবাদ জানিয়েছেন। ওই ম্যাচে স্টেইন দুইটি উইকেট নিলেও তাঁর দল হেরে যায়।

(ঢাকাটাইমস/২৮ ফেব্রুয়ারি/এসইউএল)