মাইলস্টোন কলেজে ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

প্রকাশ | ২৮ ফেব্রুয়ারি ২০২১, ১৮:৫৩

ঢাকাটাইমস ডেস্ক

মাইলস্টোন কলেজ আয়োজিত হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে ‘বঙ্গবন্ধু শতবর্ষ’ ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

রবিবার মাইলস্টোন কলেজের স্থায়ী ক্যাম্পাস মাঠে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য, পাট ও বস্ত্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মোহাম্মদ হাবিব হাসান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- মাইলস্টোন কলেজের উপদেষ্টা কর্নেল নুরন্ নবী (অব.), মাইলস্টোন কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মোস্তফা কামালউদ্দিন ভূঁইয়া (অব.), স্থায়ী ক্যাম্পাসের অধ্যক্ষ প্রফেসর মো. সহিদুল ইসলাম, মাইলস্টোন প্রিপারেটরি কে.জি স্কুলের অধ্যক্ষ মিসেস রিফাত আলম প্রমুখ।

পুরস্কার বিতরণ পর্বে বিজয়ী দলের অধিনায়ক ও কলেজের প্রশাসন বিষয়ক পরিচালক মো. মাসুদ আলমের হাতে চ্যাম্পিয়ন ট্রপি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি মোহাম্মদ হাবিব হাসান এমপি।

কোভিড মহামারির কারণে স্বাস্থ্যবিধি মেনে আয়োজিত এই অনুষ্ঠানে রানার্সআপ দলের পক্ষে পুরস্কার গ্রহণ করেন কলেজের শিক্ষাবিষয়ক পরিচালক আব্দুল হান্নান।

উল্লেখ্য, স্বাধীনতার মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে মাইলস্টোন কলেজের শিক্ষক ও কর্মকর্তাদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় ‘বঙ্গবন্ধু শতবর্ষ’ ক্রিকেট টুর্নামেন্ট, যার মূল উদ্দেশ্য ছিল শতবর্ষে জাতির পিতাকে আরও প্রগাঢ়ভাবে আমাদের চেতনায় ধারণ।

(ঢাকাটাইমস/২৮ফেব্রুয়ারি/এলএ)