কেন্দ্রে বৃদ্ধ ভোটারের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি ২০২১, ২০:২৮

নোয়াখালীর সেনবাগ উপজেলার কেশরপাড় ইউনিয়নে ভোটকেন্দ্রে ভোট দিতে এসে মো. খোরশেদ আলম নামে এক বৃদ্ধ মারা গেছেন। ওই কেন্দ্রটিতে মেম্বার পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল সাড়ে ৯টার দিকে লুদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

মৃত মো. খোরশেদ আলম লুদুয়া দক্ষিণপাড়ার জুলফিকার সাহেবের বাড়ির আবদুল কাদেরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি কেশরপাড় ১নং ওয়ার্ড লুদুয়া-কলাবাড়িয়ার ইউপি সদস্য (মেম্বার) মোসুদুর রহমান প্রকাশ মুছা মিয়া মেম্বারের মৃত্যুর পর ওয়ার্ডটি শূন্য ঘোষণা করা হয়। রবিবার সকাল ৮টা থেকে ওয়ার্ডটিতে উপ-নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়। সকাল সাড়ে ৯টার দিকে লুদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসেন ৬৫ বছর বয়সী খোরশেদ আলম। এসময় হঠাৎ করে তিনি মাথা ঘুরে অচেতন হয়ে গেলে পরিবারের লোকজন স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যায়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বাতেন মৃধা বলেন, ভোট দিতে আসার পর মস্তিষ্কে রক্তক্ষরণে (স্ট্রোক) তিনি মারা গেছেন। এর আগেও তিনি কয়েকবার স্ট্রোক করেছেন বলে পরিবারের লোকজন জানিয়েছেন। তার মৃত্যুতে কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৮ফেব্রুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :