বগুড়ায় নৌকার তিনগুণ বেশি ভোট ধানের শীষে

প্রকাশ | ২৮ ফেব্রুয়ারি ২০২১, ২১:০৪

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
বিএনপির রেজাউল করিম বাদশা মেয়র নির্বাচিত (ফাইল ছবি)

পৌরসভা নির্বাচনের পঞ্চম ধাপেও একচেটিয়া আধিপত্য বজায় রেখেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থীরা। তবে সারাদেশের চেয়ে ভিন্ন চিত্র দেখা গেল বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত বগুড়ায়। বগুড়া পৌরসভায় নৌকা প্রতীকের চেয়ে তিন গুণের বেশি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ধানের শীষের প্রার্থী। এখানকার মেয়র হয়েছেন বিএনপি নেতা রেজাউল করিম বাদশা।

রবিবার রাত পৌনে ৯টায় ফলাফল গ্রহণ ও পরিবেশন কেন্দ্র থেকে বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়।

পৌরসভার দুই লাখ ৭৫ হাজার ৮৭০ জন ভোটারের মধ্যে এক লাখ ৬৫ হাজার ১১২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। যা মোট ভোটের ৫৯.৮৫%।

নির্বাচনে মেয়র পদে বিএনপি মনোনীত প্রার্থী রেজাউল করিম বাদশা ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৮২ হাজার ২১৭ ভোট, স্বতন্ত্র প্রার্থী আব্দুল মান্নান আকন্দ জগ প্রতীকে পেয়েছেন ৫৬ হাজার ৯০, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবু ওবায়দুল হাসান ববি নৌকা প্রতীকে পেয়েছেন ২০ হাজার ৮৯ ভোট।

এর আগে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে ১৬ প্লাটুন বিজিবি, পাঁচটি স্ট্রাইকিং ফোর্স প্রয়োজনীয়সংখ্যক র‌্যাব, পুলিশ, আনসার সদস্য কাজ করেন। এছাড়া ২১ ওয়ার্ডেই একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ২১টি মোবাইল টিম মাঠে ছিল।

ভোট অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে বলে জানানো হয়েছে জেলার নির্বাচন অফিস থেকে।

(ঢাকাটাইমস/২৮ফেব্রুয়ারি/জেবি)