জয়পুরহাট পৌরসভায় আবারও নৌকার জয়

জয়পুরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি ২০২১, ২১:৪৯

পঞ্চম ধাপে জয়পুরহাট পৌরসভা নির্বাচন সম্পন্ন হয়েছে। এর মধ্যে জয়পুরহাট পৌর নির্বাচনে বেসরকারিভাবে দ্বিতীয়বারের মত মেয়র হিসেবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তাক।

মোস্তাক নৌকা প্রতীক নিয়ে ২৪ হাজার ৪৯০ ভোট পেয়েছেন ও তার নিকটতম প্রতিদ্বণ্দ্বী বিএনপির শামছুল হক ধানের শীষ মার্কায় পেয়েছেন ৪ হাজার ১৬১ ভোট।

জেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম তথ্য নিশ্চিত করে জানান, জয়পুরহাট পৌরসভায় এই প্রথম ভোট নেয়া হয়েছে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমে) পদ্ধতিতে ।

উল্লেখ্য, জয়পুরহাট পৌর নির্বাচনে ৯টি ওয়ার্ডে মোট ভোটার ৫২ হাজার ৪৭৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২৫ হাজার ৬১৭ জন, নারী ভোটার ২৬ হাজার ৮৫৬ জন। এখানে মেয়র পদে ৫ জন, সাধারণ কাউন্সিলর পদে ৭০ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

(ঢাকাটাইমস/২৮ফেব্রুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :