ভালোবাসার অনুকাব্য

শেখ মফিজুর রহমান
| আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২১, ২২:৪৮ | প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি ২০২১, ২২:৪৫

।১।

তুমি আমার কৈশোরের ভালোলাগা

যৌবনের ভালোবাসা আর

আজীবনের পাশে থাকা।

তুমি আমার কষ্টের সুখ

মীমাংসিত ভালোবাসা

আর আনন্দের নদী।

তুমি পাশে থাকলেই আমার ভূবন

আলোয় ভরা, তুমি আমার

এক আকাশ আলো

তোমাকে ভালোবাসার আনন্দ অপার।

।২।

আমার হৃদয় ভূমি আজ প্লাবিত, পল্লবিত

কেবল তোমার ভালোবাসা পেয়ে

তোমার ভালোবাসায় আমি স্নিগ্ধ, সুবাসিত

উদ্বেলিত, তৃপ্ত এবং পূর্ণ।

আজীবন তোমাকে ভালোবাসতে চাই

এবং তোমার ভালোবাসা চাই।

তোমার আর আমার যাত্রা এক ও অভিন্ন

তুমি আমার ভালোবাসার সবুজ পাতা

লাল গোলাপ আর নীল প্রজাপতি।

।৩।

জীবনের সবখানে তোমার

ছোঁয়া লাগাতে চাই

সব সময় তোমাকে পাশে চাই।

তুমি আমার সারা দিনমান, অষ্টপ্রহর

তুমি বিহনে এই বিকাল, সন্ধ্যা

রাত -সব অর্থহীন।

তুমি আমার পূর্ণতা

তুমি আমার শুভ সকাল।

।৪।

যতো বেশি দেখি তোমায়

ততো লাগে ভালো

তুমি আমার জীবন তরী

দুই নয়নের আলো।

জীবনে যৌবনে

তুমি শুধু আমার ভূবনে।

তুমি আমার সুরঞ্জনা, সপ্ত স্বর্গ

তোমাতেই আমার সুখ, আনন্দ।

।৫।

তুমি আমার শরতের মেঘমালা

রাতের ভরা জোছনা আর

ভোরের স্নিগ্ধ শিশির।

তুমি আমার দখিনা পবন

শীতের সকালের মিষ্টি রোদ

শ্রাবণের যুবতী নদী,

ফাল্গুনের দুরন্ত প্রেম আর

বরষার লুকোচুরি মেঘ।

তোমার হৃদয় জলে স্নান করে

পবিত্র হবো আমি।

কবি পরিচিতি: সিনিয়র জেলা ও দায়রা জজ, সাতক্ষীরা

সংবাদটি শেয়ার করুন

ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :