শেফিল্ডকে হারিয়ে জয়ে ফিরল লিভারপুল

ক্রীড়া ডেস্ক
ঢাকাটাইমস
| আপডেট : ০১ মার্চ ২০২১, ০৯:১১ | প্রকাশিত : ০১ মার্চ ২০২১, ০৮:৫৩

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে অজেয় যাত্রা অব্যাহত রাখলেও ইংলিশ প্রিমিয়ার লিগে ছন্দ হারিয়ে ফেলে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল। এর আগের চার ম্যাচের প্রত্যেকটিকে হেরেছে দলটি। অবশেষে শেফিল্ড ইউনাইটেডকে ২-০ গোল ব্যবধানে হারিয়ে জয়ে ফিরল জার্গেন ক্লপের শিষ্যরা। একটি গোল করেন কার্টিস জোন্স। অন্যটি প্রতিপক্ষের আত্মঘাতী।

ইপিএলে রবিবার রাতে সমর্থকদের আনন্দে ভাসিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল। ইপিএলে টানা চার হারে নিজেদের হারিয়ে খুঁজছিল অলরেডরা। দেয়ালে পিঠ ঠেকে যাওয়া ক্লপ কোনো মন্ত্রবলেই লিগে পাচ্ছিলেন জয়ের দেখা। মাঝে চ্যাম্পিয়ন্স লিগে লেইপজিগ জয় স্বপ্ন দেখিয়েছিল খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়াবার। শেষ পর্যন্ত ঘুরে দাঁড়িয়েছে লিভারপুল। স্বস্তি ফিরেছে লিভারপুল শিবিরে।

ম্যাচের প্রথমার্ধে নিশ্চিত গোল হজমের হাত থেকে বারবারই দলকে বাঁচিয়েছেন শেফিল্ড গোলরক্ষক অ্যারন র‌্যামসডেল। সালাহ, ফিরমিনোদের সামনে চীনের প্রাচীর হয়েছিলেন তিনি। তবে, ৪৮ মিনিটে আর পেরে ওঠেননি। ফিরমিনোর ব্যাকহিলে বল পেয়ে যান কার্টিস জোনস। কোন ভুল করেননি গোল করতে। লিডও পেয়ে যায় লিভারপুল।

৬৪ মিনিটে জয়ের পথ মসৃণ হয় ক্লপের দলের। ফিরমিনোর শট বিপদমুক্ত করতে যেয়ে উল্টো নিজেদের ঘরে পাঠিয়ে দেন কিন ব্রায়ান।এই ডিফেন্ডারের আত্মঘাতী গোলে ২-০ তে এগিয়ে যায় লিভারপুল। শেষদিকে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েও, গোল করতে পারেননি সালাহ। গোল না পেলেও, শেফিল্ডের মাঠ থেকে জয় নিয়ে ঘরে ফিরেছে লিভারপুল।

এ জয়ের মাধ্যমে ২৬ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে টেবিলের ছয় নম্বরেই রয়েছে ক্লপের শিষ্যরা। সমান ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে ম্যানচেস্টার সিটি। সমান ম্যাচে দ্বিতীয় অবস্থানে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের সংগ্রহ ৫০ পয়েন্ট। এক পয়েন্ট কম নিয়ে তিন নম্বরে রয়েছে লিস্টার সিটি।

(ঢাকাটাইমস/১মার্চ/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :