পুলিশের সঙ্গে সংঘর্ষ, ছাত্রদলের ১৩ নেতাকর্মী রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ মার্চ ২০২১, ১৭:৪৯

জাতীয় প্রেসক্লাবের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ানোর ঘটনায় গ্রেপ্তার ছাত্রদলের ১৩ নেতাকর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিন করে রিমান্ডে পেয়েছে পুলিশ।

সোমবার গ্রেপ্তার নেতাকর্মীদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য প্রত্যেকের ১০ দিন করে রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মহানগর (এসিএমএম) আসাদুজ্জামান নূর ১৩ নেতাকর্মীর পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডে নেয়া আসামিরা হলেন- মঞ্জুরুল আলম, আতাউর রহমান, মাসুদ রানা, শফিকুল ইসলাম, শাহিরাজ, আহসান হাবিব ভূঁইয়া রাজু, কবির হোসেন, মনোয়ার ইসলাম, আরিফুল হক, আনিচুর রহমান, খন্দকার অনিক, আবু হায়াত মো. জুলফিকার, আতিফ মোর্শেদ ও রমজান।

কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যু এবং বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের রাষ্ট্রীয় খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে গতকাল রবিবার জাতীয় প্রেসক্লাবের সামনে কর্মসূচি পালনের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় ছাত্রদলের নেতাকর্মীরা।

বিনা অনুমতিতে ছাত্রদল নেতাকর্মীরা বিক্ষোভ করার চেষ্টা করলে পুলিশ তাদের রাস্তা থেকে সরে যাওয়ার অনুরোধ করে। এক পর্যায়ে প্রেসক্লাবের ভেতরে ঢোকে ছাত্রদল নেতাকর্মীরা। একপর্যায়ে পুলিশের ওপর ইটপাটকেল ছুড়তে থাকে তারা। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছোড়ে পুলিশ। উভয়পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে পুলিশ-সাংবাদিকসহ অনেকে আহত হন।

সংঘর্ষের এই ঘটনায় দিবাগত রাতে বিএনপির ৪৮ নেতাকর্মীকে আসামি করে শাহবাগ থানায় মামলা করেন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) পলাশ সাহ। এছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও ২০০-২৫০ জনকে আসামি করা হয়। সংঘর্ষের ঘটনায় করা মামলায় ১৩ জনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। গ্রেপ্তার এই ১৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আজ ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করে আদালত।

ঢাকাটাইমস/১মার্চ/এমআর

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

শপথ নিলেন আপিল বিভাগের নতুন তিন বিচারপতি

আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি

কক্সবাজারে কতজন রোহিঙ্গা ভোটার, তালিকা চেয়েছেন হাইকোর্ট

সাউথ এশিয়ান ল' ইয়ার্স ফোরাম ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল চ্যাপ্টারের দায়িত্ব পুনর্বণ্টন

আদেশ প্রতিপালন না হওয়ায় চট্টগ্রামের ডিসি এসপিসহ চার জনকে হাইকোর্টে তলব

১১ মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগের শুনানি ২৯ জুলাই

২৮ দিন পর খুলল সুপ্রিম কোর্ট

ব্যবসায়ী নাসিরের মামলা: পরীমনিকে আদালতে হাজির হতে সমন জারি

বোট ক্লাব কাণ্ড: পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন

সেই রাতে ৮৭ হাজার টাকার মদ খেয়েছিলেন পরীমনি, পার্সেল না দেওয়ায় তাণ্ডব

এই বিভাগের সব খবর

শিরোনাম :