দর কমার শীর্ষে ইউনিলিভার

প্রকাশ | ০১ মার্চ ২০২১, ১৮:৪৩

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার (০১ মার্চ) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১০৫টির বা ২৯.৮৩ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে ইউনিলিভার কনজ্যুমার কেয়ারের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, রবিবার ইউনিলিভারের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩ হাজার ১৩৯ টাকায়। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ২ হাজার ৮৯৫.৭০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ২৪৩.৩০ টাকা বা ৭.৭৫ শতাংশ কমেছে। এর মাধ্যমে ইউনিলিভার ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে আরামিট সিমেন্টের ৪.১০ শতাংশ, ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ডের ৩.৫৭ শতাংশ, ফার্স্ট জনতা ব্যাংক মিউচ্যুয়াল ফান্ডের ৩.৪০ শতাংশ, ইস্টার্ন ইন্স্যুরেন্সের ৩.৩০ শতাংশ, সানলাইফ ইন্স্যুরেন্সের ৩.১৮ শতাংশ, প্রগতি ইন্স্যুরেন্সের ৩.১৩ শতাংশ, ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৩.০৭ শতাংশ, অগ্রণী ইন্স্যুরেন্সের ২.৮২ শতাংশ এবং ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ইউনিট দর ২.৭০ শতাংশ কমেছে।

ঢাকাটাইমস/০১ মার্চ/আরএ