নেটফ্লিক্স দেখে সময় কাটছে তামিমের

সিরিজ খেলতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এখন নিউজিল্যান্ডে। গত বুধবার ক্রাইস্টচার্চে পৌঁছানোর পর হোটেলেই অবস্থান করছেন ক্রিকেটাররা। নিয়মানুযায়ী এখন চলছে কোয়ারেন্টাইন পর্ব। তাই এই সময়ে একজনের রুমে আরেকজন যেতে পারছেন না। যে যার রুমে সময় পার করছেন। তবে, গত শুক্রবার থেকে গ্রুপ করে আধা ঘণ্টার জন্য ক্রিকেটারদের বাইরে যেতে দেয়া হচ্ছে।
সোমবার এক ভিডিও বার্তায় সেখানকার অভিজ্ঞতা শেয়ার করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। তিনি বলেছেন, রুমে মূলত নেটফ্লিক্স, আমাজন প্রাইম দেখেই সময় কাটছে তার।
ভিডিওতে তামিম ইকবাল বলেছেন, ‘অধিনায়ক হিসেবে বিদেশের মাটিতে এটি আমার প্রথম সফর। মূল সিরিজ শুরুর আগে আমাদের প্র্যাকটিস সেশন আছে। আশা করি, এর মাধ্যমে দল হিসেবে আমরা প্রস্তুত হতে পারব। দলের সবাই ভালো খেলতে চায়। সিরিজ নিয়ে আমরা আশাবাদী। আমরা যদি আমাদের পরিকল্পনা অনুযায়ী খেলতে পারি, সবাই যদি সেরাটা দিতে পারে তাহলে আমরা যেকোনো দলকে হারাতে পারি। আমি এবং দলের সবাই এটি বিশ্বাস করে।’
তিনি আরো বলেন, ‘আগামীকাল (মঙ্গলবার) যদি আমাদের সবার কোভিড পরীক্ষার ফল নেগেটিভ আসে আমরা পরশু দিন থেকে মনে হয় জিম সেশন করতে পারব। এখানে দুইটা জিম আছে। যদি সবকিছু ঠিক থাকে তাহলে আট নম্বর দিন থেকে ছোট ছোট গ্রুপ করে আমাদের প্র্যাকটিস সেশনে অংশ নিতে দেয়া হবে। আমি এটার জন্য অপেক্ষা করছি।’
তামিম বলেন, ‘আমাদের তো রুমের মধ্যে ২৪ ঘণ্টার মধ্যে সাড়ে ২৩ ঘণ্টা থাকতে হয়। আধা ঘণ্টা আমরা মুক্ত বাতাসে ঘুরতে যেতে পারি। রুমের মধ্যে আমাদের সাইক্লিং দিয়েছে। সত্যি কথা বলতে আমার টাইম পাস হচ্ছে নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম এসব দেখেই। আর ঘুমাই। এই ছাড়া তো কিছু করার নেই। আপনি অন্য কারো সাথে দেখা করতে পারবেন না। অন্য কোনো রুমে যেতে পারবেন না। এভাবে করে চলে যাচ্ছে আর কী।’
(ঢাকাটাইমস/১ মার্চ/এসইউএল)
সংবাদটি শেয়ার করুন
খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত
খেলাধুলা এর সর্বশেষ

বাংলাদেশের পর প্রথম টেস্টের দল ঘোষণা করল শ্রীলঙ্কা

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা

বুধবার লঙ্কানদের বিপক্ষে মাঠে নামছে টাইগাররা

তরুণ লঙ্কান ক্রিকেটারদের প্রশংসায় পঞ্চমুখ আর্থার

মেসি-রোনালদোদের নির্ভার থাকতে বললেন পেরেজ

শেষ মুহূর্তের গোলে লিভারপুলের বিপক্ষে ড্র করল লিডস

মঈন-জাদেজাদের ঘূর্ণিতে রাজস্থানকে হারাল চেন্নাই

নবী-রশিদদের সঙ্গে রোজা রাখলেন ওয়ার্নার-উইলিয়ামসন

এমবাপ্পের জোড়া গোলে পিএসজির জয়
