আ.লীগের এমপির কেন্দ্রে নৌকা ১৬ ভোট, ধানের শীষ ৯৮১

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ মার্চ ২০২১, ২০:৫৭
ফাইল ছবি

কুমিল্লার দেবিদ্বার উপজেলা পরিষদের উপ-নির্বাচনে আওয়ামী লীগের এমপি রাজী মোহাম্মদ ফখরুলের নিজ কেন্দ্রে নৌকা পেয়েছে ১৬ ভোট। আর ধানের শীষ পেয়েছে ৯৮১ ভোট। গতকাল রবিবার অনুষ্ঠিত উপ নির্বাচনের এমন ভোট পড়েছে।

উপজেলার গুনাইঘর উত্তর ইউনিয়নের ৭৯ নম্বর কেন্দ্র বনকোট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার ছিলেন ১৩১৯ জন। ১০০৭ জন ভোটার ভোট প্রদান করেছেন। এরমধ্যে ছয়টি ভোট বাতিল করা হয়েছে। আওয়ামী লীগ প্রার্থী আবুল কালাম আজাদ নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন মাত্র ১৬ ভোট। বিএনপির প্রার্থী এ এফ এম তারেক ধানের শীর্ষ নিয়ে পেয়েছেন ৯৮১ ভোট। আবদুল হক খোকন আনারস প্রতীক নিয়ে পেয়েছেন দুই ভোট। আবদুল আউয়াল সরকার লাঙ্গন প্রতীক নিয়ে পেয়েছেন দুই ভোট।

জানা গেছে, কুমিল্লা-৪ আসনের আওয়ামী লীগের রাজী মোহাম্মদ ফখরুলের বাড়ি গুনাইঘর উত্তর ইউনিয়নের বনকোট গ্রামে। এই গ্রামেই নৌকার প্রার্থী পেয়েছেন মাত্র ১৬ ভোট, যে মোট ১১৪টি কেন্দ্রের সবচেয়ে নিম্ন ভোট। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজী মোহাম্মদ ফখরুল নৌকা নিয়ে বিজয়ী হয়েছেন। এর আগে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে এমপি হয়েছিলেন।

স্থানীয়রা জানিয়েছেন, কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের আওয়ামী লীগের এমপি রাজী মোহাম্মদ ফখরুলের চাচা ও আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য এ এফ এম ফখরুল ইসলাম মুন্সীর ছোট ভাই এ এফ এম তারেক এবার ধানের শীষ নিয়ে ভোট করেন। ২০১৪ সালের ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত দেবীদ্বার উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে এ এফ এম তারেক দোয়াত-কলম প্রতীক নিয়ে নির্বাচন করে পরাজিত হন।

(ঢাকাটাইমস/০১মার্চ/এইচএফ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :