নীলফামারীতে অপহৃত নববধূ উদ্ধার, আটক ২

প্রকাশ | ০১ মার্চ ২০২১, ২১:১৩

নীলফামারী প্রতিনিধি, ঢাকাটাইমস

নীলফামারীর ডোমারে নববধূকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় মামলার আসামি ইমন ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ইমন ইসলাম পূর্ব বোড়াগাড়ী মাল্লিপাড়া গ্রামের আক্তারুজ্জামানের ছেলে। অপহরণের ২৩ দিন পর অপহৃত নববধূকে উদ্ধারসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ ব্যাপারে নববধূর বাবা সোমবার বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ডোমার থানায় একটি মামলা করেন।

উপজেলার বোড়াগাড়ী ইউপির ঘাটপাড়া এলাকার ওই নববধূর পারিবারিকভাবে বিয়ে হয় পার্শ্ববর্তী ডিমলা উপজেলার শুকানগঞ্জ বালাপাড়া গ্রামে। গত ১ ফেব্রুয়ারি ওই নববধূকে নিয়ে শ্বশুরবাড়ি বেড়াতে আসেন স্বামী। ৬ ফেব্রুয়ারি স্থানীয় চামারপাড়া মোড় থেকে নববধূকে অপহরণ করে ইমন। ২৮ ফেব্রুয়ারি রাতে বোড়াগাড়ী বাজার এলাকায় ইমন ইসলামসহ নববধূকে দেখতে পেয়ে এলাকাবাসী তাদের আটক করে। পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শাহানাজকে উদ্ধার ও ইমনকে গ্রেপ্তার করে।

ইমনের স্বীকারোক্তিতে রাতেই অভিযান চালিয়ে তার সহযোগী সুজন রায় নামে আরো একজনকে গ্রেপ্তার করে।

ডোমার থানার ওসি মোস্তাফিজার রহমান মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/১মার্চ/এলএ)