বিদেশিরা এসে এখানে মাতব্বরি করবে কেন: পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ মার্চ ২০২১, ২১:৩৮
ফাইল ছবি

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বন্দী থাকা অবস্থায় মারা যাওয়া লেখক মুশতাক আহমেদের মৃত্যুতে ১৩টি দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের উদ্বেগ জানানোর সমালোচনা করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। এ ধরনের বিবৃতিকে ‘বিদেশিদের মাতব্বরি’ উল্লেখ করে তা প্রচার থেকে মিডিয়াকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন মন্ত্রী।

সোমবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এই কথা বলেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সফর সম্পর্কে জানাতে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন।

কারাবন্দি লেখক মুশতাক আহমেদের মৃত্যুতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ ১৩টি দেশের কূটনীতিকরা উদ্বেগ প্রকাশ করে এই ঘটনার বিচার দাবি করেন। এ ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমেরিকাতেও তো বহু লোক জেলে মারা যায়। কিন্তু সেখানে এ ধরনের মৃত্যু নিয়ে কোনোদিন কোনো প্রশ্ন আসে না। আমাদের দেশ একটা তাজ্জবের দেশ। একজন মারা গেলেই, সে কী কারণে মারা গেল, আমরা কিন্তু জানি না, মারা গেলেই তখন এটা নিয়ে বিদেশিরা খুব উদ্বেগ প্রকাশ করেন।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশের লোক করুক, তাতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু বিদেশের লোকগুলো এ ব্যাপারে খুব উদ্বেগ প্রকাশ করেন, এটা একটা তাজ্জবের জায়গা।’

এ সময় মন্ত্রী বিদেশের এই বিবৃতিকে গুরুত্ব দিয়ে দেশের মিডিয়া প্রচার না করার আহ্বান জানিয়ে সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘আপনারা মিডিয়ার এগুলো বর্জন করা ‍উচিত। ওই লোক এসে এখানে মাতব্বরি করবে কেন? এ ধরনের বিষয় প্রকাশ করা থেকে আপনাদের বিরত থাকা উচিত।’

সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো হবে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আপনারা দেবেন, আমরা সরকারিভাবে এগুলো দিতে পারি না। আমরা যখন বিদেশিদের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করি, তখনও তারা এ নিয়ে সরকারিভাবে কিছু বলে না। পাবলিক নিজে নিজে বুঝে।’

এ সময় মন্ত্রী জানান, সম্প্রতি আল জাজিরায় বাংলাদেশ নিয়ে যে প্রতিবেদন হয়েছে সে ব্যাপারে যুক্তরাষ্ট্র সরকার কিংবা জাতিসংঘের কর্মকর্তারা কোনো প্রশ্ন তোলেননি। তিনি বলেন, ‘বাংলাদেশি টিভি যারা, তারা আমার সাথে এটা নিয়ে আলাপ তুলেছে। আর তুলেছে ভয়েস অব আমেরিকা। বাকি কোনো লোক এটা নিয়ে প্রশ্ন তোলেনি, আলাপও করেনি।’

(ঢাকাটাইমস/০১মার্চ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :