বিড়ালের আক্রমণে বিমানের জরুরি অবতরণ!

প্রকাশ | ০১ মার্চ ২০২১, ২৩:১০

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

বিভিন্ন কারণে গণমাধ্যমে বিমানের জরুরি অবতরণের খবর পাওয়া যায়। কখনও প্রযুক্তিগত কারণে, কখনও আবার পাখির আক্রমণে। তবে এবার বিড়ালের আক্রমণের কারণে সুদানের একটি বিমানকে উড্ডয়নের কিছুক্ষণ পর অবতরণ করতে হয়। রাজধানী খার্তুমের বিমানবন্দর পার হওয়ার পর বিড়ালটি পাইলটকে আক্রমণ করে। এর পর পাইলট বিমানটিকে নিচে নামান।

সুদানের স্থানীয় মিডিয়া হাউস আল-সুদানির প্রতিবেদনে বলা হয়, খার্তুম আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টার্কো এয়ারলাইন্সের একটি বিমান কাতারের উদ্দেশ্যে রওনা হয়। প্রায় আধাঘন্টা আকাশে উড়ার পর বিমানের ককপিটে হঠাৎ একটি বিড়াল প্রবেশ করে। বিড়ালটি  ভয় পাওয়ার কারণে আক্রমণাত্মক হয়ে ওঠে। কেবিন ক্রু সদস্যরা বিড়ালটিকে নিয়ন্ত্রণ করার জন্য অনেক চেষ্টা করেন, কিন্তু তারা ব্যর্থ হন। পরে বিমানটি জরুরি অবতরণ করতে বাধ্য হয়।

ওই প্রতিবেদনে আরও বলা হয়, বিড়ালের আক্রমণে কেউ আহত হয়নি, তবে বিড়ালের আক্রমণাত্মক রূপ দেখে সকলেই আতঙ্কিত হয়ে পড়েছিলেন। বিড়ালটি কারও হাতে ধরা পড়ছিল না। তবে বিড়ালটি কিভাবে বিমানে উঠল তা এখনও জানা যায়নি।

ঢাকাটাইমস/০১মার্চ/কেআই