বনানীতে সমাহিত করা হবে লিলি চৌধুরীকে

প্রকাশ | ০২ মার্চ ২০২১, ০৮:৫৮

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

বিশিষ্ট নাট্যাভিনেত্রী ও শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরীর সহধর্মিণী লিলি চৌধুরীকে রাজধানীর বনানী কবরস্থানে সমাহিত করা হবে। মঙ্গলবার বাদ জোহর বনানী কবরস্থানে জানাজার পর তাকে দাফন করা হবে।

গতকাল সোমবার বিকালে বনানীর বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৯২ বছর।

মরহুমার পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত স্বজনদের শেষ দেখার জন্য মরদেহ বনানী'র বাসভবনে রাখা হবে। এরপর বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। বাদ জোহর বনানী কবরস্থানে জানাজা শেষে মা ও ছেলে মিশুক মুনীরের কবরে তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে।

লিলি চৌধুরীর মৃত্যুর সংবাদ নিশ্চিত করে ছেলে আসিফ মুনীর তন্ময় বলেন, আম্মা বার্ধক্যজনিত কারণে মারা গেছেন। গেলো কয়েক দিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। সোমবার ঘুমের মধ্যেই তিনি আমাদের ছেড়ে চলে গেছেন।

ঢাকাটাইমস/২মার্চ/এমআর