মৃত্যুকূপে পরিণত হতে পারে ইয়েমেন, আশঙ্কা জাতিসংঘের

আন্তর্জাতিক ডেস্ক
| আপডেট : ০২ মার্চ ২০২১, ১১:৩৯ | প্রকাশিত : ০২ মার্চ ২০২১, ০৯:৪১

ইয়েমেনের মানবিক পরিস্থিতির বিষয়ে সতর্ক করেছে জাতিসংঘ। যদি চলতি বছরে জরুরিভিত্তিতে যথাযথ সহায়তা করা না যায় তাহলে ইয়েমেন মৃত্যুকূপে পরিণত হবে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। ইয়েমেনে সহায়তার জন্য যে পরিমাণ অর্থ জাতিসংঘ চেয়েছে তার অর্ধেক দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন দাতারা। তারপরই এমন সতর্ক করেছেন জাতিসংঘ মহাসচিব।

সোমবার বিশ্বের দাতাদের নিয়ে একটি সম্মেলনে ইয়েমেনের মানবিক পরিস্থিতি নিয়ে এমন উদ্বেগের কথা জানান গুতেরেস। সুইডেন এবং সুইজারল্যান্ড এই সম্মেলনের আয়োজন করে। সম্মেলনে ইয়েমেনের জন্য ৩.৮৫ বিলিয়ন ডলার চেয়েছিল জাতিসংঘ। তবে দাতারা ১.৭ বিলিয়ন ডলার দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

এক বিবৃতিতে গুতেরেস বলেন, লাখ লাখ ইয়েমেনি শিশু, নারী এবং পুরুষের বেঁচে থাকার জন্য জরুরিভিত্তিতে সহায়তা প্রয়োজন। এই সহায়তা যদি কমানো হয় তাহলে তাদের মৃত্যুর মুখে ঠেলে দেয়া হবে। এক্ষেত্রে দাতারা যে সাড়া দিয়েছেন তাকে 'হতাশাজনক' হিসেবে উল্লেখ করেছেন জাতিসংঘ প্রধান।

গুতেরেস বলেন, যারা উদারভাবে প্রতিশ্রুতি দিয়েছেন তাদের ধন্যবাদ জানাই। এছাড়া অন্যদের এই বিষয়টি আবারও বিবেচনা করার আহ্বান জানাচ্ছি। ভয়াবহ দুর্ভিক্ষ দূর করতে এটি অত্যন্ত জরুরি।

২০১৪ সালে হুথি বিদ্রোহীদের সঙ্গে সরকারি বাহিনীর যুদ্ধ শুরু হয়। পরে সরকারি বাহিনীর পক্ষে সৌদির নেতৃত্বে হুথিদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে কয়েকটি দেশ। কয়েক বছর ধরে চলা যুদ্ধে মহাবিপর্যয়ে পড়েছে সবচেয়ে দরিদ্র আরব দেশটির সাধারণ মানুষ। খাবার ও চিকিৎসার অভাবে মৃত্যু হচ্ছে হাজার হাজার মানুষের।

জাতিসংঘ দেশটিতে মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে। সংস্থাটির হিসাব অনুযায়ী, অন্তত ১৬ মিলিয়ন (এক কোটি ৬০ লাখ) মানুষ- যা দেশটির মোট জনসংখ্যার অর্ধেক- ভয়াবহ দুর্ভিক্ষের মুখে পড়েছে। এরই মধ্যে খাবার ও চিকিৎসার অভাবে অন্তত ৫০ হাজার মানুষের মৃত্যু হয়েছে।

জাতিসংঘ সতর্ক করে দিয়ে বলেছে, ৪ লাখের বেশি ইয়েমেনি শিশুর (যাদের বয়স ৫ বছরের কম) পুষ্টিহীনতার কারণে মৃত্যু হতে পারে।

ঢাকাটাইমস/০২মার্চ/একে

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

ভারতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ, শীর্ষনেতাসহ ২৯ মাওবাদী নিহত

ইরানের হামলার প্রতিক্রিয়া জানানোর প্রয়োজন নেই: সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী

ভারতের কাশ্মীরে নৌকাডুবে ৬ জনের প্রাণহানি, নিখোঁজ ১৫

ইসরায়েলে হামলার পর পরমাণু স্থাপনা সাময়িক বন্ধ করে ইরান

২০ বছর পর নতুন প্রধানমন্ত্রী পাচ্ছে সিঙ্গাপুর

ইসরায়েলের পাল্টা হামলার ঘোষণায় উদ্বিগ্ন ইরানিরা

সাইপ্রাসে পুলিশি অভিযানে পাঁচতলা ভবন থেকে ঝাঁপ দিয়ে বাংলাদেশি নিহত 

পাকিস্তানে ভারী বষর্ণ ও বজ্রপাতে নিহত ৩৯

ইরানে সম্ভাব্য হামলার প্রস্তুতি চূড়ান্ত করল ইসরায়েলি বিমান বাহিনী

হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলো ঠেকাতে পারেনি ইসরায়েল ও তার মিত্ররা

এই বিভাগের সব খবর

শিরোনাম :