যৌন হয়রানির হুমকিতে ফিঞ্চের স্ত্রী

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ মার্চ ২০২১, ১০:০১

সম্প্রতি খারাপ পারফরম্যান্সের জন্য বেশ সমালোচিত হচ্ছেন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। তবে এখানেই শেষ নয়, মাঠে স্বামীর বাজে পারফরম্যান্সের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে যৌন হয়রানির হুমকি পেয়েছেন ফিঞ্চের স্ত্রী এমি ফিঞ্চ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমি নিজেই এই বিষয়টি নিশ্চিত করেছেন।

ক্যারিয়ারে অন্যতম চ্যালেঞ্জিং মুহূর্তে রয়েছেন অ্যারন ফিঞ্চ। মাঠ হাতে হাসছে না তার ব্যাট। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্ট ম্যাচে ১ রানে আউট হওয়ার পর দ্বিতীয় ম্যাচে করেছেন ১২ রান। দলও হেরেছে। আর এক ম্যাচ হারলেই পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হারবে অস্ট্রেলিয়া। সেই সঙ্গে এবার আইপিএলে কোনো দল পাননি তিনি। সবকিছু মিলিয়ে খারাপ সময় যাচ্ছে অজি অধিনায়কের।

ফিঞ্চের কারণে ঝামেলায় রয়েছেন খোদ তার স্ত্রী। যৌন হয়রানির হুমকি পাওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেন তিনি। সেখানে এমি বলেন, ‘একবার ভেবেছিলাম, এসব মানুষের বাজে কথার জবাব দিয়ে তাদের পাত্তা পাওয়ার সন্তুষ্টি দেওয়া ঠিক হবে না। কিন্তু এই ধরনের বাজে ঘটনা নিয়মিত হয়। আমি এসব পাত্তা দিই না। আমার স্বামীও দেয় না। ও সবকিছু দিয়ে চেষ্টা করছে রানে ফেরার। সত্যি কথা বলতে, কি-বোর্ড যোদ্ধাদের এসব ছেড়ে জীবন নিয়ে ভাবা উচিত। এটা কিন্তু কিছুই না। কারণ, এর চেয়েও বাজে আচরণ আমি পেয়েছি। যথেষ্ট হয়েছে।’

তিনি আরো বলেন, ‘আমি এসবে অভ্যস্ত হয়ে গেছি। আমি এসব সাধারণত পাত্তা দিই না। কিন্তু সম্প্রতি সরাসরি সহিংসতা ও যৌন নির্যাতনের হুমকি আসছে। একটা পর্যায়ে এসে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতেই হবে। কেউ ক্রিকেটের ভক্ত হলে এমন শব্দ ব্যবহার করতে পারে না। না হলে নিজেকে ভক্ত হিসেবে দাবি করা উচিত না।’

(ঢাকাটাইমস/২মার্চ/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

বঙ্গবন্ধু স্টেডিয়ামে ১৬০০ মিটার দৌড়ালেন মাহমুদউল্লাহ-শান্তরা

‘অনেক বেশি ক্ষুধার্ত ছিলাম, পেট ভরেনি এখনও’- ৫ উইকেট নিয়ে নাসুম

দুই হলুদ কার্ড পাওয়ার পরও মাঠ ছাড়েননি মার্টিনেজ, ফুটবল আইন কি বলে?

নিশ্চিত হলো ডিপিএলের সুপার লিগের ৬ দল

মুস্তাফিজের ইস্যুতে বিসিবিকে ধুয়ে দিলেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার

পাঞ্জাবকে হারালেও জরিমানা গুনতে হয়েছে হার্দিক পান্ডিয়াকে

মাঝপথে ফেরায় আইপিএল থেকে পুরো টাকা পাবেন মুস্তাফিজ?

সাড়ে ৪ বছর পর দলে ফিরে বোলিং করা হলো না মোহাম্মদ আমিরের

জুভেন্টাসের বিপক্ষে জিতলেন রোনালদো, ১১৩ কোটি টাকা দেওয়ার নির্দেশ

বার্সেলোনাকে উয়েফার ৩৭ লাখ টাকা জরিমানা

এই বিভাগের সব খবর

শিরোনাম :