পৌরসভা নির্বাচন

ব্রাহ্মণবাড়িয়ায় ৩ মেয়র প্রার্থীসহ ৩৩ জনের জামানত বাতিল

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ মার্চ ২০২১, ১০:০৪

পঞ্চম ধাপের পৌরসভা নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনে তিন মেয়র প্রার্থীসহ ৩৩ জন জামানত হারিয়েছেন। নির্বাচনে কাস্ট হওয়া ভোটের আট ভাগের একভাগ ভোট না পাওয়ায় তাদের জামানত বাতিল হয়ে যায়। নির্বাচনে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলরসহ মোট ৭৭ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

ব্রাহ্মণবাড়িয়া নির্বাচন কমিশনের ঘোষিত ফলাফল অনুযায়ী ৩৩ জন জামানত হারান। এর মধ্যে মেয়র প্রার্থী তিন জন, কাউন্সিলর প্রার্থী ২৯ জন এবং একজন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী।

জেলা নির্বাচন কমিশন অফিস সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় ১ লাখ ২০হাজার ৫০৪জন ভোটার রয়েছে। গত রবিবার হয়ে যাওয়া নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ১২টি ওয়ার্ডে ৫৭ হাজার ৮৫৪টি ভোট পড়ে। নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী মিসেস নায়ার কবির ২৮ হাজার ৫৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মাহমুদুল হক ভূইয়া (মোবাইল প্রতীক) পেয়েছেন ১৮হাজার ৩৬১ভোট। এছাড়া জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত মেয়র প্রার্থী জহিরুল হক ধানের শীষে প্রতীকে পেয়েছেন ৮ হাজার ১৩২ ভোট, স্বতন্ত্র মেয়র প্রার্থী আব্দুল করিম নারিকেল গাছ প্রতীকে ১ হাজার ৪৪৮ ভোট, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী আব্দুল মালেক হাতপাখা প্রতীকে ৯৭২ভোট এবং ওয়ার্কার্স পার্টির প্রার্থী নজরুল ইসলাম হাতুড়ি প্রতীকে পেয়েছেন ৩৮৭ ভোট।

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও ব্রাহ্মণবাড়িয়া পৌর নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা জান্নাত জাহান জানান, নির্বাচনে কাস্ট হওয়া ভোটের ৮ ভাগের একভাগ ভোট না পেলে সেই প্রার্থীর জামানত বাতিল হয়ে যাবে। সেই অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনে ৫৭ হাজার ৮৫৪ ভোটের ৮ভাগের এক ভাগ ৭হাজার ২৩১ ভোট না পেলে তার জামানত বাতিল হয়ে যায়।

ফলাফল অনুযায়ী স্বতন্ত্র মেয়র প্রার্থী আব্দুল করিম, ইসলামী আন্দোলনের প্রার্থী আব্দুল মালেক এবং ওয়ার্কার্স পার্টির নজরুল ইসলামের জামানত বাতিল হয়েছে।

এছাড়া কাউন্সিল প্রার্থীদের মধ্যে জামানত হারিয়েছেন ৪নং ওয়ার্ডের নাসির আহমেদ, মাইনুল ইসলাম টুটুল, আহসান উল্লাহ হাসান, মোস্তাফিজুর রহমান, ৫নং ওয়ার্ডের বিজয় মল্লিক, বিশ্বনাথ পাল, মো. রনি, ৭নং ওয়ার্ডে আনিছুর রহমান, জাহাঙ্গীর আলম, মোস্তাক আহমেদ, ইয়াকুব আলী, জামির মিয়া, জুনায়েদ মিয়া, ৮নং ওয়ার্ডে খন্দকার শাহনেওয়াজ, আবুল খায়ের, শাহ মো. শরীফ, মামুন খন্দকার, ৯নং ওয়ার্ডে কবির হোসেন, ১০নং ওয়ার্ডে মাকবুল হোসাইন, সামাদ আলী, মো. সেলিম, ১১নং ওয়ার্ডে আলমগীর মিয়া, আবু ছায়েদ, কামাল মিয়া, মহসিন মিয়া, হারুন উর রশিদ, ১২নং ওয়ার্ডে আওয়াল মিয়া, মো. মহসিন। সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীদের মধ্যে জামানত হারিয়েছেন ৪নং সংরক্ষিত ওয়ার্ডের প্রার্থী মোছা. নাজমীন আক্তার।

ঢাকাটাইমস/২মার্চ/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :