হুথিদের হামলায় সৌদিতে আহত ৫

প্রকাশ | ০২ মার্চ ২০২১, ১৩:৪৮

আন্তর্জাতিক ডেস্ক

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জাজান শহরে অন্তত ৫ জন আহত হয়েছেন। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি এ খবর দিয়েছে।

জাজানের সিভিল ডিফেন্স অধিদপ্তরের মুখপাত্র কর্নেল মোহাম্মদ বিন ইয়াহিয়া আল-গামদি বলেছেন, কর্তৃপক্ষ জাজানের সীমান্তবর্তী একটি গ্রামে হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলার খবর পায়।

তিনি বলেন, ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে যে সরকারি রাস্তার ওপর পড়েছিল ক্ষেপণাস্ত্রটি। যার ফলে পাঁচ বেসামরিক লোক আহত হয়েছেন। আহতদের মধ্যে তিন জন সৌদির এবং দুই জন ইয়েমেনের নাগরিক। তাদেরকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

কর্নেল আল-গামদি জানিয়েছেন,  এই হামলার কারণে দুটি বাড়ি, একটি মুদি দোকান, তিনটি গাড়ি এবং কয়েকটি বস্তু ক্ষতিগ্রস্থ হয়েছে।

ঢাকাটাইমস/০২মার্চ/একে