সিঙ্গাইরে সন্ত্রাসী হামলায় আহত ছাত্রলীগ নেতার মৃত্যু

প্রকাশ | ০২ মার্চ ২০২১, ১৭:০৯

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস

সন্ত্রাসী হামলায় গুরুতর আহত মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন মিরু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার সকালে ঢাকার পঙ্গু হাসপাতালে তিনি মারা যান।

নিহত মিরু উপজেলার আজিমপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে। তিনি সিঙ্গাইর সরকারি কলেজের ভিপিও ছিলেন।

উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুর রহমান জানান, সোমবার রাত দেড়টার দিকে জয়মন্টপ এলাকার একটি অনুষ্ঠান থেকে মিরু এক বন্ধুকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরছিল। সিঙ্গাইর পুরান বাসস্ট্যান্ড এলাকায় দুটি সিএনজি থেকে ৮/১০ জন মিরুর ওপর হামলা করে। পরিবহন শ্রমিকলীগ নেতা আজিমপুর এলাকার আঙ্গুর ও তার ভাই দুলালের নেতৃত্বে তারা এ হামলা চালায়। এসময় তারা মিরুকে কুপিয়ে আহত করে। পরে স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে স্বজনরা তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করে।

পুলিশ সুপার রিফাত রহমান শামীম বলেন, বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে। আশা করি, অল্প সময়ের মধ্যেই প্রকৃত কারণসহ হামলাকারীদের গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে, নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোন অভিযোগ দায়ের হয়নি।

(ঢাকাটাইমস/২মার্চ/পিএল)