দুদক কর্মকর্তার ঘুষ দাবি, অডিও-ভিডিও চেয়েছেন হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ মার্চ ২০২১, ১৮:২২

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মো. আলমগীর হোসেনের বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগের সপক্ষে অডিও-ভিডিও প্রমাণ রয়েছে মর্মে জানানোর পর সেই প্রমাণ চেয়েছেন হাইকোর্ট। ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক বিষয়টি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার এ সংক্রান্ত এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও মহি উদ্দিন শামীমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আগামী ৭ মার্চ পরবর্তী শুনানির দিন ঠিক করে এই আদেশ দেন।

জানা যায়, পিরোজপুর জেলা রেজিস্ট্রার (ডিআর) আবদুল কুদ্দুস হাওলাদারের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে করা মামলার বাদী ও তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মো. আলমগীর হোসেন। তবে সে মামলার তদন্ত কর্মকর্তার (মো. আলমগীর হোসেন) পরিবর্তন চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেন।

মঙ্গলবার সেই রিটের শুনানি নিয়ে আদালত তদন্ত কর্মকর্তার পরিবর্তন কেন চাইছেন তা জানতে জেলা রেজিস্ট্রারের কাছে। জেলা রেজিস্ট্রারের পক্ষের আইনজীবী আদালতকে বলেন, ওই তদন্ত কর্মকর্তা জেলা রেজিস্ট্রারের কাছে ঘুষ চেয়েছেন।

আদালত তখন এর কোনো প্রমাণ আছে কিনা জানতে চাইলে জবাবে আইনজীবী বলেন, তাদের কাছে ঘুষ চাওয়ার অডিও এবং ভিডিও রেকর্ড আছে। এরপর আদালত ৭ মার্চ ওই অডিও-ভিডিও দাখিল করতে বলেন।

(ঢাকাটাইমস/০২মার্চ/এসআর/ডিএম)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

সংরক্ষিত আসনের এমপিদের মধ্যেও সংখ্যায় এগিয়ে ব্যবসায়ীরা: সুজন

মানবাধিকার ও ভোক্তা অধিকার রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জরুরি: ড. কামাল উদ্দিন

বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে রেলকে গড়ে তুলতে হবে: রেলমন্ত্রী

ইভ্যালির রাসেল-শামিমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাসে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

জিম্মি নাবিকদের মুক্তির আলোচনা অনেকদূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

ডিএনসিসি কার্যালয় সরানোর মধ্য দিয়ে কারওয়ান বাজার স্থানান্তরের প্রক্রিয়া শুরু 

বিএসএমএমইউ উপাচার্যের দায়িত্ব নিলেন দীন মোহাম্মদ, বললেন ‘কোনো অন্যায় আবদার শুনব না’

সাত বিভাগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে

বাংলাদেশে মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে সমর্থন অব্যাহত থাকবে: যুক্তরাষ্ট্র

এই বিভাগের সব খবর

শিরোনাম :