শ্রীলংকায় ভূত তাড়ানোর নামে মারধর, কিশোরীর মৃত্যু

প্রকাশ | ০২ মার্চ ২০২১, ১৮:৫৮

অনলাইন ডেস্ক

শ্রীলংকায় ভূত তাড়ানোর নামে প্রচণ্ড মারধরে নয় বছরের এক কিশোরী নিহত হয়েছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে কিশোরীর মাসহ দুইজনকে আটক করেছে। আল জাজিরার খবরে বলা হয়, শ্রীলংকার রাজধানী শহর কলম্বো থেকে ২৫ মাইল দূরে দেলগোদা এলাকায় এই ঘটনা ঘটে। সোমবার দেলগোদার একটি আদালতে কিশোরী নিহতের মামলার শুনানিতে অভিযুক্ত ওঝা এবং নিহত কিশোরীর মা উপস্থিত ছিলেন। আদালত অভিযুক্তদের আগামী ১২ মার্চ পর্যন্ত আটক থাকার আদেশ দিয়েছে।

পুলিশের মুখপাত্র অজিথ রোহানা জানান, নিহত কিশোরীর মা তার মেয়ের ওপর দৈত্য ভর করেছে মনে করে প্রথাগতভাবে ভূত তাড়ানোর জন্য ওঝার বাড়ি নিয়ে যান। ওঝা প্রথমে ওই কিশোরীর ওপর তেল মালিশ করে। এরপর একটি বেত দিয়ে দফায় দফায় আঘাত করেন। মাইরের চোটে ওই কিশোরী জ্ঞান হারিয়ে ফেললে তাকে হাসপাতালে নেয়া হয়। সেখানে তার মৃত্যু হয়।

যে নারী ওঝা ভূত তাড়িয়েছিলেন তার হাতে পূর্বে অন্য কেউ এমন ঘটনার শিকার হয়েছে কিনা পুলিশ সেই ঘটনা তদন্ত করে দেখছে। পুলিশের মুখপাত্র জনগণকে এ ধরণের সেবা গ্রহণের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। 

(ঢাকাটাইমস/০২মার্চ/কেআই)