রাঙামাটিতে ইটভাটা শ্রমিক-মালিকদের কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

রাঙামাটি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ মার্চ ২০২১, ১৯:০৮

চট্টগ্রামের রাঙ্গুনিয়া এলাকায় ইটভাটা উচ্ছেদ-বন্ধের প্রতিবাদে রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ইটভাটার মালিক-শ্রমিকরা। এসময় তাদের দাবি মানা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়।

মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কর্মসূচি পালন করেন মালিক শ্রমিকেরা। এসময় রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়কে শত শত যানবাহন আটকরা পড়ে।

ইটভাটা শ্রমিক-মালিকদের অভিযোগ, সম্প্রতি চট্টগ্রাম জেলা প্রশাসন রাঙ্গুনিয়ার ইটভাটাগুলো উচ্ছেদের কার্যক্রম শুরু করে এবং বাকিগুলো আগামী ১৪ দিনের মধ্যে নিজ দায়িত্বে অপসারণের নির্দেশনা দেয়। এ নির্দেশনায় হাজার হাজার ইটভাটা শ্রমিক বেকার হয়ে যাবে। মালিকদের কোটি কোটি টাকার লোকসান হবে। তাই ইটভাটা উচ্ছেদের কার্যক্রম বন্ধের দাবি জানান ইটভাটা শ্রমিক-মালিক নেতারা।

প্রসঙ্গত, বেশ কয়েক বছর ধরে রাঙামাটির কাউখালী উপজেলা সীমান্ত ঘেষে চট্টগ্রামের রাঙ্গুনিয়া অংশে শতাধিক ইটভাটা গড়ে উঠে। এগুলো পরিবেশ বিরোধী হওয়ায় সম্প্রতি চট্টগ্রাম জেলা প্রশাসন উচ্ছেদ কার্যক্রম শুরু করে। এতে ইটভাটা মালিক-শ্রমিকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়।

(ঢাকাটাইমস/২মার্চ/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :