ফেব্রুয়ারি মাসের সেরার দৌড়ে শেষ তিনে মেয়ার্স

প্রকাশ | ০২ মার্চ ২০২১, ২১:০০ | আপডেট: ০২ মার্চ ২০২১, ২২:২৭

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

ফেব্রুয়ারি মাসের সেরা আন্তর্জাতিক ক্রিকেটার কে হবেন, তার জন্য তিনজনের চূড়ান্ত তালিকা ঘোষণা করল আইসিসি। চূড়ান্ত তিনে জায়গা করে নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের কাইল মেয়ার্স, ইংল্যান্ডের জো রুট এবং ভারতের রবীচন্দ্রন অশ্বিন।

নারীদের ক্ষেত্রে মনোনয়ন পেয়েছেন ইংল্যান্ডের ট্যামি বিউমন্ট, নিউজিল্যান্ডের ব্রুক হ্যালিডে এবং ইংল্যান্ডের ন্যাট শিভার।

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ভোটিং অ্যাকাডেমি এবং সাধারণ ক্রিকেটপ্রেমীদের ভোটে বিজয়ী নির্বাচিত হবেন। ভোটিং অ্যাকাডেমির হাতে রয়েছে ৯০ শতাংশ ভোট। সমর্থকরা দেবেন ১০ শতাংশ ভোট। আগামী সোমবার দুই বিভাগের বিজয়ীদের নাম জানানো হবে।

গত মাসে ওয়েস্ট ইন্ডিজের হয়ে টেস্টে অভিষেক হওয়া কাইল মেয়ার্স বাংলাদেশের বিরুদ্ধে দুটি টেস্ট খেলার সুযোগ পান। প্রথম টেস্টে ম্যাচ জেতানো ২১০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। রেকর্ড ৩৯৫ রান তাড়া করে ওয়েস্ট ইন্ডিজ হারায় বাংলাদেশকে।

ইংলিশ অধিনায়ক জো রুট পরপর দুই মাসে মনোনয়ন পেলেন। ব্যাট, বল দুটিতেই তাঁর ছন্দ অব্যাহত। ভারতের বিরুদ্ধে ৩টি টেস্টে রুট ৩৩৩ রান করেন। সেই সঙ্গে ৬টি উইকেট নেন। প্রথম টেস্টেই তিনি ২১৮ রান করেন।

গত মাসে অশ্বিন ইংল্যান্ডের বিরুদ্ধে ৩টি টেস্ট খেলেছেন। এর মধ্যে চেন্নাইয়ে দ্বিতীয় ইনিংসে তিনি ১০৬ রান করেন। পরের ম্যাচে মোতেরায় ৪০০ টেস্ট উইকেট নেন। সব মিলিয়ে এই তিনটি টেস্টে মোট ১৭৬ রান করেন তিনি। উইকেট নেন ২৪টি।

(ঢাকাটাইমস/২ মার্চ/এসইউএল)