অপহৃত ব্যবসায়ী উদ্ধার, নারীসহ চক্রের তিন সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ মার্চ ২০২১, ২৩:২৯

রংপুরের মিঠাপুকুর থানার ৯নং ময়েনপুর ইউনিয়নের বাসিন্দা মো. হাছান আলী। পেশায় একজন ব্যবসায়ী। ব্যবসায়িক কাজে শুকুরের হাট বাজারে যান। এরপর থেকেই নিখোঁজ হয়ে যান মো. হাছান আলী। নিখোঁজের কিছু সময় পরেই তার স্ত্রীর ফোনে ১৫ লাখ টাকা চাঁদা দাবি করে অপহরণ চক্রের সদস্যরা। পরে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হলে ২৪ ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে অপহরণ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ।

মঙ্গলবার (২ মার্চ) রাতে অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে ব্যবসায়ীকে উদ্ধারের বিষয়টি ঢাকা টাইমসকে নিশ্চিত করেন রংপুর জেলার পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার।

এসপি বলেন, অভিযোগ পেয়ে রংপুরের সহকারী পুলিশ সুপার (এএসপি) কামরুজ্জামানের নেতৃত্বে মিঠাপুকুর থানার কর্মকর্তারা অভিযান শুরু করেন। অভিযানের ফলে গতকাল সোমবার (১ মার্চ) রাতে রংপুর জেলার পীরগাছা থানারদেউতি এলাকা থেকে অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার করা হয়। এ সময় মোছা. লাবনী বেগম, শামীম মিয়া ও শাহীন মিয়াকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা পুলিশকে জানিয়েছেন, তারা একটি সংঘবদ্ধ অপহরণকারী চক্রের সদস্য। দীর্ঘদিন অপহরণের মাধ্যমে মুক্তিপণ আদায় করে আসছিলেন।

চক্রের সদস্যরা পুলিশকে আরও জানিয়েছেন, প্রথমে তাদের চক্রের নারী সদস্যদের দিয়ে ফেসবুক ও মোবাইলে কথা বলে বন্ধুত্বের সম্পর্ক গড়ে তোলে। এরপর ১০ থেকে ১৫ দিন কথা বলার পরে দেখা করার জন্য নিজেদের নির্ধারিত স্থানে ডেকে আনে। এরপর নির্জন কোনো জায়গায় নিয়ে সবকিছু ছিনিয়ে নেয়। এছাড়া জিম্মি করে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করতে থাকে। টাকা আদায় না হওয়া পর্যন্ত চলতে থাকে অমানষিক নির্যাতন।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পেনাল কোডের কয়েকটি ধারায় মিঠাপুকুর থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান জেলা পুলিশের এই শীর্ষ কর্মকর্তা।

(ঢাকাটাইমস/০২মার্চ/এআর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

অপরাধ ও দুর্নীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অপরাধ ও দুর্নীতি এর সর্বশেষ

আন্তর্জাতিক শিশু পর্নোগ্রাফি চক্রের মূলহোতা গ্রেপ্তার, বিপুল কনটেন্ট জব্দ

এফডিসিতে সাংবাদিকদের উপর হামলা: ১১ সদস্যের তদন্ত কমিটি

স্ত্রীসহ নিজেকে নির্দোষ দাবি করে ডিবিতে যা বলেছেন কারিগরি বোর্ডের চেয়ারম্যান

শেরপুরের ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার

খেলনার প্যাকেটে আমেরিকা থেকে এসেছে কোটি টাকার গাঁজার চকলেট-কেক

সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধানে দুদক

উপবৃত্তির টাকা দেওয়ার নামে প্রতারণা, গ্রেপ্তার ৮

সনদ জালিয়াতি: কারিগরি বোর্ডের ওএসডি চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে ডিবি

বুথ ভেঙে নিরাপত্তাকর্মীকে হত্যা, বেরিয়ে এল রহস্য

জাল সার্টিফিকেট: প্রয়োজনে কারিগরি বোর্ডের চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদ করবে ডিবি

এই বিভাগের সব খবর

শিরোনাম :