সংগীতশিল্পী জানে আলম আর নেই

প্রকাশ | ০২ মার্চ ২০২১, ২৩:৪৩

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস

না ফেরার দেশে চলে গেলেন খ্যাতনামা সংগীতশিল্পী জানে আলম। মঙ্গলবার রাত ১০টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সেখানে তার করোনার চিকিৎসা চলছিল। মৃত্যুকালে এ শিল্পীর বয়স হয়েছিল ৬৫ বছর।

জানে আলমের মৃত্যুর খবর প্রকাশ করে সিডি চয়েসের কর্ণধার জহিরুল ইসলাম সোহেল ফেসবুকে লিখেছেন, ‘সবার প্রিয় লিজেন্ড শিল্পী জানে আলম ভাই আর আমাদের মাঝে নেই। কিছুক্ষণ আগে তিনি পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ যেন আলম ভাইকে বেহেস্ত নসীব করে।’

তিনি আরও লিখেছেন, ‘জানে আলম ভাই এমআইবি ইসি কমিটির সদস্য ছিলেন। আলম ভাই এক মাস আগে করোনায় আক্রান্ত হয়ে পিজি হাসপাতালে আইসিইউতে ভর্তি ছিলেন। পরে নিউমোনিয়ায়ও আক্রান্ত হন। আজকে অবস্থা অবনতি হওয়ায় লাইফে সাপোর্টে দেওয়ার পর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।’

একটি গন্ধমের লাগিয়া, ইশকুল খুইলাছে, বৈশাখে তোমার সাথে হইলো আমার পরিচয়, দীঘির জলে ঢিল মারিলে জলতরঙ্গ হইয়া যায়, কালি ছাড়া কলমের মূল্য যে নাই’সহ অসংখ্য জনপ্রিয় গানের কণ্ঠশিল্পী জানে আলম। পাশাপাশি তিনি সুরকার, গীতিকার এবং প্রযোজকও ছিলেন। তার প্রযোজনা প্রতিষ্ঠানের নাম দোয়েল প্রোডাক্টস।

ঢাকাটাইমস/০২মার্চ/এএইচ